ETV Bharat / sports

IPL 2023 Auction: চলতি বছরেই হাতুড়ির তলায় আইপিএল খেলোয়াড়রা

author img

By

Published : Nov 9, 2022, 6:00 PM IST

Updated : Nov 9, 2022, 8:11 PM IST

23 ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (Indian Premier League) আসন্ন সংস্করণের নিলাম কোচিতে অনুষ্ঠিত হবে ।

Etv Bharat
Etv Bharat

কোচি, 9 নভেম্বর: আইপিএলের নিলামের দিন ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড । 23 ডিসেম্বর ইন্ডিয়ান প্রিমিয়র লিগের (Indian Premier League) আসন্ন সংস্করণের নিলাম কোচিতে অনুষ্ঠিত হবে । বিসিসিআই জানিয়ে দিয়েছে, গতবার নিলাম শেষে দলগুলির কাছে যে পরিমাণ অবশিষ্ট টাকা রয়েছে, তা এবারের নিলামে খরচ করতে পারবে দলগুলি । একই সঙ্গে, প্রতিটি ফ্যাঞ্চাইজি আরও 5 কোটি টাকা ব্যবহার করতে পারবে ।

পঞ্জাব কিংসের কাছে সবচেয়ে বেশি 3.45 কোটি টাকা রয়েছে । গত বছরের নিলামের পরে, লখনউ সুপার জায়ান্টস তাদের নিলামের টাকার কোটা শেষ করে ফেলেছে । চেন্নাই সুপার কিংসের কাছে 2.95 কোটি টাকা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 1.55 কোটি টাকা, রাজস্থান রয়্যালস 0.95 কোটি বা টাকা এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে 0.45 কোটি টাকা অবশিষ্ট রয়েছে ।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের কাছে 0.15 কোটি টাকা বাকি রয়েছে যেখানে তিন দল- মুম্বই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে 0.10 কোটি টাকা রয়েছে । ফেব্রুয়ারিতে মেগা নিলাম দু'দিন ধরে অনুষ্ঠিত হলেও এই মিনি নিলাম মাত্র একদিনেই শেষ হবে ।

এর আগের নিলামে তিনটি দল- পঞ্জাব, দিল্লি এবং লখনউ মাত্র সাতজন বিদেশী খেলোয়াড় কিনেছিল, তারা এবার অষ্টম এবং চূড়ান্ত স্থানটি পূরণ করতে পারে ।

আরও পড়ুন: 'অস্ত্র' বদলেছে, অস্ত্রচালনার ধরন বদলায়নি ! টেনিস কোর্টেও স্বপ্রতিভ ধোনি

Last Updated : Nov 9, 2022, 8:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.