ETV Bharat / sports

IPL 2021 RCB vs SRH : কোহলিদের 4 রানে হারিয়ে দিল শেষ স্থানে থাকা হায়দরাবাদ

author img

By

Published : Oct 7, 2021, 7:15 AM IST

সানরাইজার্স হায়দরাবাদের জয়ে দলের প্রতিটি বোলারের অবদান রয়েছে ৷ তবে ম্যাচ জয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেললেন ভুবনেশ্বর কুমার ৷

RCB vs SRH
RCB vs SRH

আবু ধাবি, 7 অক্টোবর : প্লে অফে জায়গা করে নেওয়া বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ চলতি আইপিএলে সবচেয়ে নড়বড়ে দেখিয়েছে হায়দরাবাদকে ৷ সেই দলটি লাস্ট বলের থ্রিলারে কোহলিদের 4 রানে হারের স্বাদ দিল ৷

বুধবার 13তম ম্যাচে আবু ধাবিতে আরসিবি মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদের ৷ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ব়য়্যাল ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় সেই ম্যাচে সানরাইজার্সকে 141 রানে বেঁধে রাখে আরসিবি ৷ রান তাড়া করতে গিয়ে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে 137 রানে আটকে যায় বিরাটের দল ৷ হায়দরাবাদের হয়ে ভুবনেশ্বর কুমার, জেসন হোল্ডার, সিদ্ধার্থ কউল, উমরান মালিক এবং রশিদ খান একটি করে উইকেটন নিয়েছেন ৷

ইনিংসের সূচনাটা ভাল হয়নি আরসিবির ৷ প্রথম ওভারের শেষ বলে কোহলিকে ফেরান ভুবনেশ্বর কুমার ৷ দলীয় 38 রানে তিনটি উইকেট হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর ৷ এরপর ব্যাঙ্গালোরের ইনিংস সামলান দেবদত্ত পারিক্কল এবং গ্লেন ম্যাক্সওয়েল ৷ চতুর্থ উইকেটে এই জুটিতে ওঠে 54 রান ৷ 25 বলে 40 রান তোলেন ম্যাক্সওয়েল ৷ পারিক্কলের ব্যাট থেকে এসেছে 41 রান ৷ শেষ ওভারে জয়ের জন্য আরসিবির প্রয়োজন ছিল 13 রান ৷ এবি ডিভিলিয়ার্সও দলকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি ৷ জেতার জন্য শেষ বলে ছয় রানের প্রয়োজন ছিল ৷ তবে মাত্র 1 রান আসে ৷

আরও পড়ুন : KKR vs SRH : সানরাইজার্সের সূর্যাস্তে প্লে-অফের আশা জিইয়ে রাখল কেকেআর

তবে এই হারে বিরাটদের ক্ষতি তেমন কিছু হয়নি ৷ তবে লিগ টেবিলের তিন নম্বরেই রইলেন তারা ৷ লিগ টেবিলের প্রথম দুইয়ে থাকার বাসনা ধাক্কা খেল ৷ আর পয়েন্ট টেবিলের শেষ স্থানে থাকা হায়দরাবাদের জন্য এটা নিয়মরক্ষার ম্যাচ ছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.