ETV Bharat / sports

IPL 2021 RCB vs MI : হ্যাটট্রিক হর্ষলের, ম্যাক্সওয়েলও হিট ; রোহিতদের 54 রানে হারালেন কোহলিরা

author img

By

Published : Sep 27, 2021, 6:33 AM IST

Updated : Sep 27, 2021, 7:00 AM IST

রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 54 রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷

IPL 2021
IPL 2021

দুবাই, 27 সেপ্টেম্বর : মরুদেশে হারের সরণী থেকে বের হল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB win) ৷ সাত ম্যাচ পর সংযুক্ত আরব আমিরশাহিতে জয়ের মুখ দেখল বিরাট কোহলি অ্যান্ড কোং ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে 54 রানে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৷ হর্ষল প্যাটেলের হ্যাটট্রিক (Harshal Patel's Hat-trick) এবং গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) অলরাউন্ড পারফরম্যান্স আরসিবির জয়ে বড় ভূমিকা নিয়েছে ৷ ক্যাপ্টেন কোহলিকেই বা বাদ দেওয়া যায় কীভাবে ? 42 বলে 51 রানের অবদান রাখলেন তিনি ৷ ইনিংসে তিনটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ৷

হর্ষলের হ্যাটট্রিক

রবিবাসরীয় দুবাইয়ে মুম্বই বনাম ব্যাঙ্গালোর ম্যাচের সবচেয়ে চর্চিত বিষয় ৷ পার্পল ক্যাপধারী হর্ষল 3.1 ওভারে মাত্র 17 রান খরচ করে চারটি উইকেট নিয়েছেন ৷ এরই মাঝে হ্যাটট্রিকও করেছেন ৷ মুম্বইয়ের ইনিংসের 17তম ওভারের প্রথম বলে হার্দিক পাণ্ডিয়াকে সাজঘরে ফেরান হর্ষল ৷ দ্বিতীয় বলে কায়রন পোলার্ড বোল্ড আউট করেন ডান হাতি পেসার ৷ তৃতীয় বলে তাঁর শিকার হন রাহুল চাহার ৷ এরপর অ্যাডাম মিলনের উইকেটও নেন হর্ষল ৷ মিলনে ফিরতেই আরসিবির দেওয়া 165 রান তাড়া করতে নামা মুম্বই 111 রানে গুটিয়ে যায় ৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হর্ষলের এই ধাঁসু পারফরম্যান্স এই প্রথম নয় ৷ চলতি আইপিএলের প্রথম পর্বে রোহিতদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন হর্ষল ৷ এই জয়ে 12 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানেই রইলেন কোহলিরা ৷ আর হার হজম করে মুম্বই নেমে গেল সপ্তম স্থানে ৷

মুম্বইয়ের বিরুদ্ধে ফের একবার জ্বলে উঠলেন হর্ষল
মুম্বইয়ের বিরুদ্ধে ফের একবার জ্বলে উঠলেন হর্ষল

ব্যাঙ্গালোরের পেস-স্পিনের সাঁড়াশি আক্রমণের সামনে একমাত্র টিকে ছিলেন মুম্বইয়ের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক ৷ 28 বলে 43 রানের ইনিংস খেলেছেন রোহিত ৷ হিটম্যান ও কুইন্টন ডি কক জুটিতে ইনিংসের শুরুটা দারুণ হয়েছিল মুম্বইয়ের ৷ পাওয়ার প্লে ওভারে বিনা উইকেট খুইয়ে 56 রান তুলে ফেলেছিল এই জুটি ৷ সপ্তম ওভারে এই জুটি ভাঙেন যুজবেন্দ্র চহ্বাল ৷ দলীয় 57 রানে প্রথম উইকেট হারায় মুম্বই ৷ 23 বলে 24 রান করে ফেরেন ডি কক ৷ এরপর রোহিতকে ফেরান ম্যাক্সওয়েল ৷ 10 ওভারে দুই উইকেট হারিয়ে 79 রান তোলে মুম্বই ৷ এখান থেকে ম্যাচ জেতার জন্য মুম্বইয়ের একটা ভাল পার্টনারশিপের প্রয়োজন ছিল ৷ যা হয়নি ৷ লাগাতার উইকেট পতনের ধাক্কায় 111 রানে গুটিয়ে যায় মুম্বই ৷ তিনটি উইকেট নিয়েছেন যুজবেন্দ্র চহ্বাল ৷

আরও পড়ুন : Virat Kohli : বুমরাকে ছক্কা হাঁকিয়ে টি-20 ক্রিকেটে 'বিরাট' নজির কোহলির

রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বিরাটদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন রোহিত ৷ শুরুটা অবশ্য ভাল হয়নি আরসিবির ৷ দ্বিতীয় ওভারে ফর্মে থাকা দেবদূত পারিক্কলকে ডাগ-আউটে ফেরত পাঠান জসপ্রীত বুমরা ৷ তবে এস ভরত ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং করে বিরাটকে চাপমুক্ত রাখেন ৷ 24 বলে 2টি ছয় ও 2টি চার-সহ 32 রান করে যুজবেন্দ্র চহ্বালের শিকার হন তিনি ৷ তারপর ক্যাপ্টেন কোহলির সঙ্গে আরসিবি ইনিংসের হাল ধরেন ম্যাক্সওয়েল ৷ তৃতীয় উইকেট 51 রান যোগ করে দলকে 126 রানে পৌঁছে দেন দু'জনে ৷ কিন্তু 16তম ওভারের পঞ্চম ডেলিভারিতে বিরাটকে ফিরিয়ে মুম্বইকে ম্যাচে ফেরান অ্যাডাম মিলনে ৷ তবে এর আগে 42 বলে তিনটি ছয় ও তিনটি বাউন্ডারির সাহায্যে 51 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রয়্যাল ক্যাপ্টেন ৷ কিন্তু এদিন ব্যাটে ঝড় তুলতে ব্যর্থ এবিডি ৷ 6 বলে একটি ছয় ও একটি চার-সহ 11 রান করে ডাগ-আউটে ফেরেন তিনি ৷ তবে ম্যাক্সওয়েল ঝড় অব্যাহত থাকে ৷ অজি ব্যাটারের দুরন্ত হাফ-সেঞ্চুরিতে দেড়শোর রানের গণ্ডি টপকায় আরসিবি ৷ তবে 19তম ওভারে বুমরাকে মারতে গিয়ে আউট হন ম্যাক্সি ৷ 37 বলে 6টি চার ও তিনটি ছক্কা হাঁকিয়ে 56 রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি ৷ বুমরা পরপর দু'বলে ম্যাক্সওয়েল ও এবিডি-কে ফিরিয়ে ডেথ ওভারে আরসিবির রান আটকে দেন ৷ শেষ পর্যন্ত 6 উইকেটে 165 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ৷ বুমরা 36 রান দিয়ে তিনটি উইকেট নেন ৷

আরও পড়ুন : KKR vs CSK : রুদ্ধশ্বাস ম্যাচে নাইটদের হারিয়ে এক নম্বরে সুপার কিংস

আরসিবির জয়ের দিনই রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেলেছেন বিরাট কোহলি ৷ বিশ্বের পঞ্চম ও ভারতের প্রথম ব্যাটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে 10 হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন বিরাট ৷ এদিন 10 হাজারি মাইলফলক স্পর্শ করার জন্য কোহলির দরকার ছিল মাত্র 13 রান ৷ ইনিংসের চতুর্থ ওভারে বুমরার তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে মাইলফলক টপকে যান বিরাট ।

Last Updated : Sep 27, 2021, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.