ETV Bharat / sports

গব্বরের শতরানে ভর করে চেন্নাইবধ, ফের শীর্ষে দিল্লি

author img

By

Published : Oct 18, 2020, 9:16 AM IST

একবার, দু'বার নয়, তিন-তিনবার শিখর ধাওয়ানের ক্যাচ ফেলেন তাঁরা । গব্বরকে একের পর এক সুযোগ দিয়ে গেছেন চেন্নাইয়ের খেলোয়াড়রা । আর এমন সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ওঠে না । এক বল বাকি থাকতেই চেন্নাইয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি ।

IPL 2020
ছবি

শারজা, 18 অক্টোবর : গব্বর একাই যেন শো-স্টপার । প্রথম ওভারের দ্বিতীয় বলে পৃথ্বী ডাগ আউটে ফিরে যান । আর তার পর থেকে গোটা ইনিংসটা ক্রিজ়ে দাঁড়িয়ে খেলে গেলেন শিখর । 58 বলে 101 রান । সৌজন্যে 14 টি চার, একটি ছক্কা । স্ট্রাইক রেট 174 -এরও বেশি । ধাওয়ানের শতরানের দৌলতে এক বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি ক্যাপিটালস । মুম্বইকে সরিয়ে ফের একবার পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি । প্লে অফের একেবারে দোরগোড়ায় । সম্ভবত আর একটি ম্যাচে জিতে গেলেই এবারের মরশুমের প্রথম দল হিসাবে প্লে অফ ঢুকে যাবে শ্রেয়স আইয়ারের দল ।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি । স্যাম কারেন খাতা খুলতে না পারলেও ডু প্লেসিস 47 বলে 58 রান তোলেন । তাঁকে যোগ্য সঙ্গত দেন ওয়াটসন । 28 বলে 36 রান করে নোরজের বলে ডাগ আউটে ফেরেন । পরে অম্বতি রায়াডু ও রবীন্দ্র জাদেজা ম্যাচের হাল ধরেন । 25 বলে মাত্র 45 রান তোলেন রায়াডু । 4টি ছয় ও একটি চার । স্ট্রাইক রেট 180 । ইনিংসের শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে যান জাদেজা । 13 বলে 33 রান তোলেন তিনি । সব মিলিয়ে বিশ ওভার শেষে চেন্নাইয়ের খাতায় ওঠে 4 উইকেট হারিয়ে 179 রান ।

পরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই নিজের উইকেট খুইয়ে বসেন পৃথ্বী । দীপক চাহারের বলে তাঁর হাতের ক্যাচ তুলে দেন । এরপর ইনিংসের হাল ধরেন ধাওয়ান । ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন । 14 টি চার ও একটি ছয়ের সৌজন্যে 58 বলে 101 রান তোলেন তিনি । গব্বরের শতরানে এক বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান ছিনিয়ে নেয় দিল্লি ।

আরও পড়ুন : CSK vs DC : চেন্নাইকে হালকাভাবে নিতে নারাজ দিল্লি ক্যাপিটালস

তবে ম্যাচ শুরুর আগে শারজার উইকেট যতটা স্লো ভাবা হয়েছিল, ততটা স্লো ছিল না আদতে । উলটে পরে মাঠে শিশির পড়ার ফলও ভুগতে হয়েছে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া চেন্নাই দলকে । কাজটা আরও কঠিন করে তোলে চেন্নাইয়ের ফিল্ডিং । একবার, দু'বার নয়, তিন-তিনবার শিখর ধাওয়ানের ক্যাচ ফেলেন তাঁরা । গব্বরকে একের পর এক সুযোগ দিয়ে গেছেন চেন্নাইয়ের খেলোয়াড়রা । আর এমন সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ওঠে না । এক বল বাকি থাকতেই চেন্নাইয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় ছিনিয়ে নেয় দিল্লি ।

প্রসঙ্গত, এটাই IPL-এ প্রথম শতরান ধাওয়ানের । 167 টি ইনিংস খেলার পর IPL-এ প্রথম শতরান এল গব্বরের ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.