ETV Bharat / sports

আহমেদাবাদে হবে ভারতের দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট

author img

By

Published : Oct 20, 2020, 8:20 PM IST

ভারত-ইংল্য়ান্ড সিরিজ় নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ শোনা যাচ্ছিল, IPL-এর মতোই দ্বিপাক্ষিক এই সিরিজ় সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যেতে পারে ৷ তবে, BCCI প্রেসিডেন্ট দেশেই সিরিজ় আয়োজনের পক্ষে ছিলেন ।

ahmedabad-to-host-ind-eng-pink-ball-test-in-2021-sourav-ganguly
ভারতে দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট, আয়োজক আমেদাবাদ

কলকাতা, 20 অক্টোবর : 2021-এ দ্বিতীয়বারের জন্য় দিন-রাতের টেস্ট ম্য়াচের আয়োজন করতে চলেছে ভারত ৷ আগামী বছর জ়ানুয়ারিতে ভারত সফরে আসছে ইংল্য়ান্ড ক্রিকেট দল ৷ সেই সফরেই আহমেদাবাদে এই পিঙ্ক বল টেস্ট আয়োজিত হবে ৷ মঙ্গলবার BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় এ কথা জানান ৷ সেই সফরে ভারত ও ইংল্য়ান্ড মোট 5টি টেস্ট খেলবে ৷ ইতিমধ্য়েই সফর নিয়ে ইংল্য়ান্ডের তরফে সবুজ সংকেত দেওয়া হয়েছে ৷

আজ কলকাতা প্রেস ক্লাবে CPI(M) বিধায়ক অশোক ভট্টাচার্যের বই প্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় জানান, আহমেদাবাদে এই পিঙ্ক বল টেস্ট আয়োজিত হবে ৷

ভারত-ইংল্য়ান্ড সিরিজ় নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল ৷ শোনা যাচ্ছিল, IPL-এর মতোই দ্বিপাক্ষিক এই সিরিজ় সংযুক্ত আরব আমিরশাহীতে সরে যেতে পারে ৷ তবে, BCCI প্রেসিডেন্ট দেশেই সিরিজ় আয়োজনের পক্ষে ছিলেন । প্রয়োজনে বায়ো সিকিউর বাবল তৈরি করে ম্য়াচ করানো হবে বলে BCCI-এর তরফে জানানো হয়েছে ৷ আহমেদাবাদ, ধর্মশালা ও কলকাতা- এই তিনটি জায়গাকে টেস্ট সিরিজ়ের জন্য় বেছে নেওয়া হতে পারে ৷ তবে ম্য়াচের ভেনুর বিষয়টি এখনও আলোচনার মধ্য়ে রয়েছে । এখনই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ হাতে চার মাস সময় রয়েছে বলে জানান তিনি ৷

আপাতত BCCI-এর কাছে গুরুত্ব পাচ্ছে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ় ৷ আর কয়েকদিনের মধ্যেই এই সফরের জন্য় দল বাছাই করা হবে ৷

এরই মাঝে 1 জানুয়ারি রঞ্জি ট্রফি শুরু হতে চলেছে ৷ সেই টুর্নামেন্টের বিষয়ে বোর্ডের আগামী সাধারণ সভায় বিশদে সিদ্ধান্ত নেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.