ETV Bharat / sports

Asian Games 2022: শেষমেশ ছিঁড়ল জাতীয় দলের শিকে, এশিয়াডের দলে নাইটদের রিঙ্কু

author img

By

Published : Jul 15, 2023, 3:46 PM IST

Updated : Jul 15, 2023, 8:33 PM IST

এশিয়ান গেমসে জাতীয় দলে সুযোগ পেলেন রিঙ্কু সিং ৷ সেপ্টেম্বর মাসে শুরু হতে চলা টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন কেকেআরের মিডল-অর্ডারের এই ব্যাটার ৷ এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দলে কামব্যাক করছেন রিচা ঘোষ ৷

Asaian Games 2022 ETV BHARAT
Asaian Games 2022

মুম্বই, 15 জুলাই: অবশেষে জাতীয় দলে ডাক পেলেন রিঙ্কু সিং ৷ আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে সাফল্যের পরেও কেন রিঙ্কু সিংকে ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-20 দলে রাখা হল না ? এ নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছিল অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে ৷ সেই সমালোচনার জেরেই হোক বা অন্য কোনও কারণ, জাতীয় দলে জায়গা পেলেন উত্তরপ্রদেশের বাঁ-হাতি এই ব্যাটার ৷ চিনের হ্যাংঝাউ আয়োজিত এশিয়ান গেমসের দলে জায়গা পেলেন রিঙ্কু সিং ৷ অন্যদিকে, বাংলাদেশ সফরে মহিলা জাতীয় দল থেকে বাদ পড়া রিচা ঘোষ এশিয়ান গেমসের জন্য ঘোষিত দলে প্রত্যাবর্তন করেছেন ৷

আন্তর্জাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের মান্যতা পাওয়া কোনও টুর্নামেন্টে দ্বিতীয়বারের জন্য অংশ নিচ্ছে ভারতীয় ক্রিকেট দল ৷ 1998 সালে কমনওয়েলথ গেমসে শেষবার খেলেছিল ভারতীয় ক্রিকেট দল ৷ এবার হ্যাংঝাউ এশিয়ান গেমস 2022-এ অংশ নিচ্ছে ভারত ৷ শুক্রবার মাঝরাতে এশিয়ান গেমসের দল ঘোষণা করেছে বিসিসিআই ৷ যে দলের নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড় ৷ সেই দলে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে তাঁর সুযোগ না-পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল ৷

উল্লেখ্য, এশিয়ান গেমস চলাকালীন আইসিসি বিশ্বকাপ শুরু হবে ৷ তাই এই টুর্নামেন্টে সুযোগ পাওয়া ক্রিকেটাররা যে বিশ্বকাপের তালিকায় নেই, তা একপ্রকার নিশ্চিত ৷ টেস্ট ক্রিকেট অভিষেক করা যস্বশী জয়সওয়ালকেও এশিয়ান গেমসের দলে রাখা হয়েছে ৷ বাংলার শাহবাজ আহমেদ এবং মুকেশ কুমারও রয়েছেন 15 জনের দলে ৷ এছাড়া সুযোগ পেয়েছেন তিলক বর্মা, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, আবেশ খান এবং আর্শদীপ সিংরা ৷ ভারতের হয়ে টি-20 বিশ্বকাপ খেলা আর্শদীপ 50 ওভারের বিশ্বকাপে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায় নেই ৷

আরও পড়ুন: উজ্জ্বল যশস্বী-অশ্বিন! ইনিংস ও 141 রানে ক্যারিবিয়ান 'বধ' ভারতের

অন্যদিকে, মেয়েদের ক্রিকেটে ফিটনেস ইস্যুতে বাংলাদেশ সফরে না-থাকা রিচা ঘোষ এশিয়ান গেমসে সুযোগ পেয়েছেন ৷ রিচার জাতীয় দলে না-থাকা নিয়েও প্রশ্ন উঠেছিল ৷ তবে, বাংলাদেশ সফরে রিচার জায়গায় সুযোগ পাওয়া যস্তিকা ভাটিয়াকে এশিয়ান গেমসের দলে রাখা হয়নি ৷ উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে তেমন প্রভাব ফেলতে পারেননি তিনি ৷ উল্লেখ্য রিচা এই মুহূর্তে ইংল্যান্ডে মেয়েদের ‘হান্ড্রেড’ টুর্নামেন্টের প্রস্তুতি নিচ্ছেন ৷ এশিয়ান গেমসে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার তিতাস সাধুও ৷ স্নেহা রানা এবং পূজা বস্ত্রকারের মতো সিনিয়র ক্রিকেটারকে পরিবর্তের তালিকায় রাখা হয়েছে ৷ 19 সেপ্টেম্বর-8 অক্টোবর পর্যন্ত হবে এশিয়ান গেমস ৷

Last Updated : Jul 15, 2023, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.