ETV Bharat / sports

Team India Return: ভোররাতে দেশে ফিরল ভারতীয় দল, শ্রীলঙ্কার হোটেলে পাসপোর্ট ভুললেন রোহিত!

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2023, 3:35 PM IST

Rohit Sharma Forgot His Passport at Hotel Room in Sri Lanka: ভোররাতে দেশে ফিরল ভারতীয় দল ৷ অবশ্য তার আগে শ্রীলঙ্কার হোটেলে পাসপোর্ট ভুলে গিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যে কারণে টিম বাস ছাড়তেও বেশ খানিকটা দেরি হয়ে যায় ৷

Image Courtesy: BCCI Twitter/X
Image Courtesy: BCCI Twitter/X

মুম্বই, 18 সেপ্টেম্বর: এশিয়া কাপ জিতে ভোররাতে দেশে ফিরল ভারতীয় দল ৷ আজ ভোররাতে মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে নামেন ভারতীয় ক্রিকেটাররা ৷ অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শ্রেয়স আইয়ার, ঈশান কিষান, শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, শার্দূল ঠাকুরকে মুম্বই বিমানবন্দরের ভিভিআইপি এক্সিট দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় ৷ তবে, ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা সেখানে ছিলেন না ৷ কয়েকজন সাপোর্ট স্টাফকে দেখা গিয়েছিল ৷ সংবাদ সংস্থা এএনআই সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে ৷

  • Virat Kohli in 2017 - I haven't seen anyone forget things like Rohit Sharma does. He even forgets his iPad, passport.

    Tonight - Rohit forgot his passport, and a support staff member gave it back to him. (Ankan Kar). pic.twitter.com/3nFsiJwCP4

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) September 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শ্রীলঙ্কাকে তাঁদের ঘরের মাঠে 263 বল বাকি থাকতে 10 উইকেটে হারিয়েছে ভারত ৷ যা ওয়ান-ডে ক্রিকেটে রান তাড়া করে সবচেয়ে বড় জয় ভারতের ৷ তবে, এশিয়া সেরা হওয়ার পর আপাতত কোনও সেলিব্রেশন নয় ৷ রাতেই শ্রীলঙ্কা থেকে বিশেষ বিমানে দেশে ফিরে এলেন ভারতীয় ক্রিকেটাররা ৷ কারণ, আগামী 22 সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে তিন ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজ ৷ আর তার পরেই 5 অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে ঘরের মাঠে ৷ আইসিসি’র এই মেগা টুর্নামেন্টই পাখির চোখ ভারতীয় দলের কাছে ৷ তাই এশিয়া কাপ জয়ের সেলিব্রেশন নয় ৷ দু’দিনের বিশ্রামের পর পুরো দল অস্ট্রেলিয়া সিরিজের মধ্যে দিয়ে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতিতে নেমে পড়বে ৷

গতকাল ম্যাচ শেষে রাতেই শ্রীলঙ্কা ছাড়েন ভারতীয় ক্রিকেটাররা ৷ তবে, হোটেল থেকে টিম বাসে ওঠার সময়ই গণ্ডগোল বাঁধালেন অধিনায়ক রোহিত শর্মা ৷ নিজের পাসপোর্ট হোটেলের ঘরেই ফেলে এসেছিলেন তিনি ৷ পরে দলের এক সাপোর্ট স্টাফ তাঁর পাসপোর্ট নিয়ে এসে দেন ৷ 2017 সালে বিরাট কোহলি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রোহিতের ভুলে যাওয়ার অভ্যেস ৷ পাসপোর্ট, আইপ্যাড ভুলে যাওয়া রোহিত শর্মার ক্ষেত্রে খুব সাধারণ ব্যাপার বলে সেখানে উল্লেখ করেছিলেন বিরাট ৷ শ্রীলঙ্কা থেকে ফেরার সময়, সেই নিদর্শনই পাওয়া গেল ৷ সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ রোহিতের পাসপোর্ট না আসা পর্যন্ত দীর্ঘক্ষণ টিম বাস দাঁড়িয়েছিল ৷

আরও পড়ুন: ‘আজ মেরা নসিব থা’, ইতিহাস গড়েও নির্লিপ্ত ‘আগ্রাসী’ সিরাজ

আগামী 22 সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান-ডে সিরিজ খেলতে নামবে ভারত ৷ প্রথম ম্যাচ হবে মোহালিতে ৷ ভারত দ্বিতীয় ওয়ান-ডে খেলবে 24 সেপ্টেম্বর মধ্যপ্রদেশের হোলকার স্টেডিয়ামে ৷ আর তৃতীয় তথা শেষ ওয়ান-ডে হবে 27 সেপ্টেম্বর সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে ৷ বিশ্বকাপের আগে এই সিরিজ ভারতের কাছে সেরা ম্যাচ প্র্যাকটিস বলে মনে করছে বিশেষজ্ঞরা ৷ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে 3 ম্যাচের সিরিজ বিশ্বকাপের আগে ভারতীয় দলের সঠিক ম্যাচ প্র্যাকটিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.