ETV Bharat / sports

Mohammed Siraj: ‘আজ মেরা নসিব থা’, ইতিহাস গড়েও নির্লিপ্ত ‘আগ্রাসী’ সিরাজ

author img

By PTI

Published : Sep 17, 2023, 9:09 PM IST

‘আমার স্বপ্নপূরণ হয়েছে ৷’ ওডিআই কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে 5 উইকেটে পেয়ে উচ্ছ্বসিত মহম্মদ সিরাজ ৷ শুধু 5 উইকেটই নয়, এদিন একাধিক রেকর্ডও গড়েছেন হায়দরাবাদি পেসার ৷

Mohammed Siraj
ইতিহাস গড়েও নির্লিপ্ত ‘আগ্রাসী’ সিরাজ

কলম্বো, 17 সেপ্টেম্বর: এশিয়া কাপের ফাইনালে 6 উইকেট তুলে নিয়েছেন মহম্মদ সিরাজ । ওডিআই কেরিয়ারে প্রথমবার এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট নিয়েছেন ৷ কঠোর অনুশীলন, জেদ আর অধ্যাবসায়কে সম্বল করে কুঁড়েঘর থেকে রাজপ্রাসাদে মহম্মদ সিরাজ ৷ এশিয়া কাপের ফাইনালে হায়দরাবাদি পেসারের হাতেই ঘায়েল শ্রীলঙ্কা ৷ যদিও অসাধ্যসাধন করে আশ্চর্যভাবে শান্ত আগ্রাসী হিসেবেই মাঠে পরিচিত সিরাজ ৷

হায়দরাবাদি পেসার বলছেন, এই পারফরম্যান্স তাঁর ভাগ্যে ছিল ৷ ‘‘জিতনা নসিব মে হোতা হ্যায় ওয়াহি মিলতা, আজ মেরা নসিব থা’’, ছ’উইকেট নিয়ে শ্রীলঙ্কার কোমর ভেঙে দেওয়ার পর ব্রডকাস্টারদের জানিয়েছেন ‘মেন ইন ব্লু’র নয়া তারকা ৷ চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার ভারত সফরে তিরুঅনন্তপুরমে তৃতীয় ওডিআই’তেও পাঁচ উইকেট নেওয়ার সুযোগ এসে গিয়েছিল ৷ শুরুতেই চার উইকেট পেয়েছিলেন সিরাজ ৷ কিন্তু শ্রীলঙ্কা 391 রান তাড়া করতে গিয়ে 73 রানে গুটিয়ে যাওয়ায় পাঁচ উইকেট নিতে পারেননি ।

সিরাজ এদিন বলেন, ‘‘আমি আজ খুব বেশি চেষ্টা করিনি । আমি সবসময় সাদা বলের ক্রিকেটে সুইং করানোয় জোর দিয়েছি ৷ আগের ম্যাচগুলোতে তেমন সাফল্য পাইনি । কিন্তু আজ শুরু থেকেই মাইলেজ পেয়ে গিয়েছিলাম ৷ ব্যাটারকে ফ্রন্ট ফুটে যেতে এবং ড্রাইভ করতে বাধ্য করার চেষ্টা করেছি । আমার স্বপ্নপূরণ হয়েছে ৷’’

আরও পড়ুন: হায়দরাবাদের গলি থেকে ক্রিকেটের রাজপথ, দ্বীপরাষ্ট্রে দাদাগিরিতে মহাকাব্য লিখছেন সিরাজ

একনজরে মহম্মদ সিরাজ:

  • প্রথম ওভারেই 4 উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ ৷ ভারতের হয়ে প্রথম বোলার হিসেবে এক ওভারে 4 উইকেট নেওয়ার নজির গড়লেন হায়দরাবাদি পেসার ৷
  • ম্যাচের ষষ্ঠ ওভারেই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন মহম্মদ সিরাজ । 2003 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে 16 বলে 5 উইকেটে রেকর্ড গড়েছিলেন চামিন্দা ভাস ৷ তা ছুঁয়েছেন সিরাজ ৷
  • এশিয়া কাপে ভারতের বিরুদ্ধেই ফাইনালে 6 উইকেট নিয়েছিলেন অজন্তা মেন্ডিস ৷ ফাইনালে এক ইনিংসে পাওয়া উইকেটের নিরিখে তাঁকে ছুঁলেন সিরাজ ৷

আরও পড়ুন: সৌজন্যে সিরাজ! 5 বছরের ট্রফি-খরা কাটিয়ে এশিয়া সেরা ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.