ETV Bharat / sports

INDW vs ENGW : ইংল্যান্ডের বিরুদ্ধে স্লো ওভার রেট , জরিমানা ভারতীয় মহিলা দলের

author img

By

Published : Jul 13, 2021, 9:59 AM IST

INDW
INDW

আইসিসির তরফে জানানো হয়েছে প্লেয়ার ও প্লেয়ার সাপোর্ট কোডের 2.22 আর্টিকেল অনুযায়ী মন্থর ওভার রেটের বিচার হয় ৷ এই আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্ধারিত ওভারের কম বল করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র 20 শতাংশ জরিমানা করা হয় ৷

দুবাই , 13 জুলাই : ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে মন্থর ওভার রেটের জন্য ভারতীয় মহিলা দলকে ম্যাচ ফি-র 20 শতাংশ জরিমানা করল আইসিসি ৷ ম্যাচে আট রানে জয় পায় ভারতীয় মহিলা দল ৷ নির্দিষ্ট সময়ে ভারতীয় দল 1 ওভার কম বল করেছে ৷ ম্যাচ রেফারি ফিল হোয়াইটিকেস জরিমানা ধার্য করেন ৷

আইসিসির তরফে জানানো হয়েছে প্লেয়ার ও প্লেয়ার সাপোর্ট কোডের 2.22 আর্টিকেল অনুযায়ী মন্থর ওভার রেটের বিচার হয় ৷ এই আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্ধারিত ওভারের কম বল করলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির 20 শতাংশ জরিমানা করা হয় ৷ অর্থাৎ নির্দিষ্ট সময়ে নির্ধারিত ওভারের থেকে 5 ওবার কম বল করলে একশো শতাংশ জরিমানা করা হয় ৷ ভারতীয় মহিলা দল 1 ওভার কম বল করায় তাঁদের ম্যাচ ফির 20 শতাংশ জরিমানা করা হয়েছে ৷

আরও পড়ুন : INDW vs ENGW : দুরন্ত ফিল্ডিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ়ে সমতা ফেরাল ভারত

ভারতীয় মহিলা দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর দোষ স্বীকার করে নেওয়ায় কোনও শুনানি হয়নি ৷ বুধবার চেমসফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় তথা শেষ টি20 তে নামবে উওমেন ইন ব্লুরা । সিরিজে 1-1 এ সমতায় ফিরে শেষ ম্যাচে বাজিমাত করতে চান হরমনপ্রীত-দীপ্তিরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.