ETV Bharat / sports

Cricket at Olympics : অলিম্পিকসে ক্রিকেট ? ভারতীয় দল প্রস্তত, জানিয়ে দিলেন জয় শাহ

author img

By

Published : Aug 9, 2021, 12:53 PM IST

1900 সালের পর এই ক্রীড়া মহাযজ্ঞে ব্যাটে-বলের ঠোকাঠুকি শোনা যায়নি ৷ কারণ বিশ্বের মাত্র 12টি দেশ ক্রিকেট খেলে থাকে ৷ কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলছে এবার ৷

Cricket at Olympics
Cricket at Olympics

মুম্বই, 9 অগস্ট : 13 বছর পর ফের অলিম্পিকসের মঞ্চে বেজেছে জাতীয় সঙ্গীত ৷ সাত সাতটি পদক নিয়ে ফিরছেন দেশের অ্যাথলিটরা ৷ পদক জয়ীদের নিয়ে দেশবাসীর আবেগ ঝরে পড়েছে ৷ দেখেশুনে অলিম্পিকসে ক্রিকেট খেলতে আগ্রহী হয়ে উঠেছে বিসিসিআই ৷ বোর্ড সচিব জয় শাহ বলেছেন, অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলেই দেশের মহিলা ও পুরুষ উভয় দল অংশ নেবে ৷

120 বছর আগে অলিম্পিকসে শেষবার ক্রিকেট খেলা হয়েছিল ৷ 1900 সালের পর এই ক্রীড়া মহাযজ্ঞে ব্যাটে-বলের ঠোকাঠুকি শোনা যায়নি ৷ কারণ বিশ্বের মাত্র 12টি দেশ ক্রিকেট খেলে থাকে ৷ কিন্তু সেই পরিস্থিতির পরিবর্তন হতে চলছে এবার ৷ 2008 সাল থেকে অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে আইসিসি-র সঙ্গে কথাবার্তা চালাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ৷ 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হওয়ার জোর সম্ভাবনা ৷ আর তাতেই আশায় বুক বেঁধেছেন দেশের ক্রীড়াপ্রেমীরা ৷

আরও পড়ুন : Khel Ratna Rename : মোদি ও জেটলি স্টেডিয়ামের নামও পরিবর্তন করা হোক, টুইটারে উঠল দাবি

ক্রিকেট পাগল দেশ ভারত ৷ বিশ্বকাপ, দ্বিপাক্ষিক সিরিজ় জিতেছে ভারত ৷ কিন্তু অলিম্পিকসে স্থান নেই ৷ প্রতি চারবছর অন্তর ক্রিকেট বিশ্বে সমীহ করা নাম ভারতকে অলিম্পিকসে দেখার ইচ্ছেপ্রকাশ করে থাকেন ক্রিকেট সমর্থকরা ৷ কিন্তু এতদিন বিষয়টি নিয়ে খুব একটা মত ছিল না বিসিসিআইয়ের ৷ সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলে দিলেন, অলিম্পিকসে ক্রিকেটের অন্তর্ভুক্তি হলেই তাতে অংশ নেবে ভারত ৷ দেশের ঝুলিতে অলিম্পিকস পদকের সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অবশ্যই অংশ নেবে ভারত ৷ ইতিমধ্যেই 2022 কমনওয়েলথ গেমসে মহিলা ক্রিকেট দলের অংশ নেওয়া পাকা হয়ে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.