ETV Bharat / sports

স্লেজিং,চিন মিউজ়িকের পালটা দেওয়ার হুঁশিয়ারি শুভমন গিলের

author img

By

Published : Dec 15, 2020, 10:20 PM IST

Updated : Dec 16, 2020, 7:14 AM IST

চলতি সপ্তাহেই শুরু হচ্ছে অস্ট্রেলিয়া বনাম ভারতের চার টেস্টের সিরিজ় । প্রথমটি গোলাপি বলের টেস্ট । প্রথমবার গোলাপি বলের টেস্ট খেলতে নামতে চলেছেন শুভমান। তবে আত্মবিশ্বাস তুঙ্গে ।

শুভমন গিল
শুভমন গিল

কলকাতা, ১৫ ডিসেম্বর : টেস্ট সিরিজ়ে বল গড়ানোর আগেই বাগযুদ্ধ শুরু হয়ে গেল। বৃহস্পতিবার অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট দিয়ে অস্ট্রেলিয়া বনাম ভারতের চার টেস্টের সিরিজ় শুরু হচ্ছে। বিদেশের মাটিতে প্রথমবার নৈশালোকে টেস্ট ম্যাচ খেলবে বিরাট কোহলির টিম ইন্ডিয়া । এর আগে নিজের দেশে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে নৈশালোকে টেস্ট ম্যাচ খেলেছিল ভারত। তবে এবার চ্যালেঞ্জটা কঠিন এবং উত্তেজনায় ভরা। কোয়ান্টাসদের মাটিতে ব্যাটে বলের লড়াই মানেই শুধু ক্রিকেট নয় বাড়তি কিছু অপেক্ষা করবে মাঠের পরিবেশে।যা সামলে সফল হওয়া সবসময়ই বাড়তি চাপ। স্লেজিং, চিন মিউজ়িক অস্ট্রেলিয়া সফরে যেকোনও ব্যাটসম্যানকে কঠিন পরীক্ষার সামনে ঠেলে দেয়। সেই কথা মাথায় রেখে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা তৈরি। দলের তরুণ ব্যাটসম্যান শুভমন গিল বলছেন, চিন মিউজ়িক এবং স্লেজিংয়ের অ্যান্টিডোট তাদের জানা আছে। এবং তা নিয়ে তারা তৈরি।

গোলাপি বলের টেস্ট ম্যাচে প্রথমবার খেলতে নামতে চলেছেন শুভমন। 21বছর বয়সি ভারতীয় ক্রিকেটার বলেন,"আমরা গোলাপি বলে অনুশীলন করেছিলাম। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে একবছর আগে খেলেছি।তবে আমি নৈশালোকে কোনও প্রথম শ্রেণির ম্যাচ পিঙ্কবলে খেলিনি।"

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি কতটা হয়েছে এই প্রশ্নে শুভমন বলেন,"অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা সবসময়ই আতঙ্কের । তবে আমি আগ্রহভরে অপেক্ষা করছি । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার সুযোগ সবসময়ই যেকোনও ব্যাটসম্যানের কাছে বড় বিষয় । এক্ষেত্রে তুমি যদি রান করতে পার তাহলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় ।"

আরও পড়ুন : টেস্ট ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে বিরাট, তালিকায় আর কোন কোন ভারতীয় ?

ইতিমধ্যে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে ম্যাচে নজরকাড়া তেত্রিশ রানের ইনিংস খেলেছেন । পাশাপাশি অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে নৈশালোকে প্রস্তুতি ম্যাচেও দুই ইনিংসে ভালো ব্যাট করেছেন। তাঁর 43 এবং 65 রান টিম ম্যানেজমেন্টকে আশ্বস্ত করেছে।

একজন ক্রিকেটারের অস্ট্রেলিয়ার মাটিতে বক্সিং ডে টেস্ট ম্যাচে খেলার স্বপ্ন থাকে। যার থেকে ব্যতিক্রম নন শুভমনও। তবে অস্ট্রেলিয়ার মাটিতে স্লেজিং এবং চিন মিউজ়িক সামলে রান করা কঠিন। একটা সময় ভারতীয় ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার মাটিতে আগ্রাসী ক্রিকেট খেলতে পারত না। স্লেজিংয়ের পালটা দেওয়ার কথা চিন্তা করতে পারত না। কিন্তু সময়ের সঙ্গে সবকিছু বদলে গিয়েছে। চারিত্রিকভাবেও পরিবর্তন এসেছে। বলেন, "আমার ক্ষেত্রে বলতে পারি সবসময় চুপ থাকব সেরকম আমি নই।আবার বিপক্ষ দল বলেই যাবে সেটাও হবে না। যদি চিন মিউজ়িক দিয়ে নাচানোর পরিকল্পনা ওরা করে থাকে তাহলে আশ্বস্ত করছি,আমাদের ভাঁড়ারেও ওইরকম প্রচুর উপকরণ আছে।"

Last Updated : Dec 16, 2020, 7:14 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.