ETV Bharat / sports

অজ়ি দুর্গে সিরিজ় জয় সম্পন্ন, ঘরে ফিরলেন অশ্বিন-ওয়াশিংটনরা

author img

By

Published : Jan 22, 2021, 3:50 PM IST

গাব্বায় টেস্ট অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের ৷ জীবনের প্রথম টেস্টেই 62 রান করেন তিনি ৷ প্রথম ইনিংসে শার্দূল ঠাকুরের সঙ্গে 123 রানের পার্টনারশিপ গড়েন তিনি ৷ প্রথম ইনিংসে তাঁদের এই পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায় ৷ ম্যাচে 4টি উইকেটও তুলে নেন ওয়াশিংটন ৷

ঘরে ফিরলেন অশ্বিন-ওয়াশিংটনরা
ঘরে ফিরলেন অশ্বিন-ওয়াশিংটনরা

চেন্নাই, 22 জানুয়ারি : ঘরে ফিরলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৷ আজ সকালে দুবাই থেকে চেন্নাই বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা ৷ অস্ট্রেলিয়ায় ইতিহাস তৈরি করা দলের সদস্য ছিলেন দু’জনে ৷

তামিলনাড়ু সরকারের নিয়ম অনুযায়ী 6 দিনের কোয়ারানটিনে থাকতে হবে এই দুই ক্রিকেটারকে ৷ অস্ট্রেলিয়ায় প্রথম তিন ম্যাচে 12 টি উইকেট তুলে নেন অশ্বিন ৷ কিন্তু শেষ তথা চতুর্থ টেস্ট থেকে চোটের কারণে ছিটকে যেতে হয় তাঁকে ৷ পিঠের ব্যাথা নিয়েই সিডনি টেস্টে হনুমা বিহারীর সঙ্গে 4 ঘণ্টা ব্যাটিং করে দলের হার বাঁচান তিনি ৷

অন্যদিকে গাব্বায় টেস্ট অভিষেক হয় ওয়াশিংটন সুন্দরের ৷ জীবনের প্রথম টেস্টেই 62 রান করেন তিনি ৷ প্রথম ইনিংসে শার্দূল ঠাকুরের সঙ্গে 123 রানের পার্টনারশিপ গড়েন তিনি ৷ প্রথম ইনিংসে তাঁদের এই পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফেরায় ৷ ম্যাচে 4টি উইকেটও তুলে নেন ওয়াশিংটন ৷ ম্যাচটিতে ভারত 3 উইকেট জয়লাভ করে ৷

আরও পড়ুন :- রাজকীয় সংবর্ধনা রাহানেকে, রথে সওয়ার নটরাজন

আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট দলে জায়গা করে নিয়েছেন অশ্বিন ও রাজীব দু’জনেই ৷ 5 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে এই দুটি টেস্ট ৷

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ় জয়ের ভারতীয় দলের অনান্য সদস্যরা বৃহস্পতিবারই দেশে ফেরেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.