ETV Bharat / sports

India in Test Championship Final: মোতেরার অপেক্ষা নয়, উইলিয়ামসনের ব্যাটে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রোহিতরা

author img

By

Published : Mar 13, 2023, 12:19 PM IST

Updated : Mar 13, 2023, 12:51 PM IST

India in Test Championship Final
India in Test Championship Final

গতবার কেন উইলিয়ামসনের ব্যাটেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ওঠেনি কোহলি-রোহিতদের মাথায় । সেই উইলিয়ামসনের ব্যাটেই টানা দ্বিতীয়বার ফাইনালে টিম ইন্ডিয়া । ক্রাইস্টচার্চে কিউয়িরা টেস্ট জিততেই 'রোহিত অ্যান্ড কোং'-এর দ্য ওভালের টিকিট নিশ্চিত হয়ে গেল (India reach ICC World Test Championship Final) ।

ক্রাইস্টচার্চ, 13 মার্চ: মোতেরায় এখনও চলছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ । সেই ম্যাচ শেষ হওয়ার আগেই ওভালের টিকিট নিশ্চিত হয়ে গেল 'রোহিত অ্যান্ড কোং'য়ের । সৌজন্যে, কিউয়িদের চোয়ালচাপা লড়াই । শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে নিউজিল্যান্ড হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া (India confirm in ICC World Test Championship Final) ।

ইন্দোর টেস্টে শোচনীয় হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য ভারতের কাছে সমীকরণটা জলের মতো সহজ ছিল ৷ টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে যেতে অস্ট্রেলিয়াকে শেষ টেস্টে হারালেই হয়ে যেত । নচেৎ তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের দিকে । মোতেরা টেস্ট নির্বিষ ড্র'য়ের দিকে এগোতেই সমর্থকদের চোখ ছিল হেগলে ওভালে ।

2021 ফাইনালে কেন উইলিয়ানসনের ব্য়াটেই শিরোপা আসেনি দেশে । সেই উইলিয়ামসনের চওড়া ব্যাটই এদিন ভারতের ওভাল যাত্রার পথ খুলে দিল । শ্রীলঙ্কাকে হারাতে হলে শেষদিনে 257 রান করতে হত নিউজিল্যান্ডকে । ক্রিজে ছিলেন কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম । বৃ্ষ্টিবিঘ্নিত শেষদিনেও ম্যাচের রাশ ছিল ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের হাতেই ।

ল্যাথাম, হেনরি নিকোলস ফিরে গেলেও উইলিয়ামসনকে যোগ্য সঙ্গত করেন ডারেল মিচেল । তার 81 রানের দুরন্ত ইনিংস জয়ের পথ সুগম করে দেয় । যদিও শেষদিকে পরপর উইকেট হারালেও 121 রানে অপরাজিত থেকে ম্যাচ বের করেন কেন । ক্যাপ্টেনের দুর্ধর্ষ শতরানে কিউয়িরা 2 উইকেটে লঙ্কা 'বধ' করতেই চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গেল ভারত । তবে গতবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড আগেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছিল ৷ আর প্রথম দল হিসেবে আগেই দ্য ওভালে চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া ৷

আরও পড়ুন: রাজবেশে 'বিরাট' প্রত্যাবর্তন মোতেরায়, নির্বিষ ম্যাচেও জয়ের জন্য ঝাঁপাচ্ছে ভারত

আমেদাবাদ টেস্ট ড্র'য়ের পথে গেলেও সমর্থকদের স্বস্তি দিচ্ছে বিরাট কোহলির ফর্ম । তিন বছর পর ক্রিকেটের শাশ্বত ঘরানায় তিন অংকের গণ্ডি পেরিয়েছে কিং কোহলির ব্যাট । অজিদের বিরুদ্ধে দুরন্ত শতরানে ওভালের মহড়া সেরে রেখেছেন তিনি । গত ফাইনালে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি রোহিত-কোহলিরা । কোহলি ফর্মে ফেরার ঈঙ্গিত দিলেও এখনও কথা বলছে না মুম্বইকরের ব্যাট । ফাইনালের আগে যা একমাত্র চিন্তার বিষয় ভারতীয় শিবিরে ।

Last Updated :Mar 13, 2023, 12:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.