ETV Bharat / sports

IND vs AUS 4th Test: রাজবেশে 'বিরাট' প্রত্যাবর্তন মোতেরায়, নির্বিষ ম্যাচেও জয়ের জন্য ঝাঁপাচ্ছে ভারত

author img

By

Published : Mar 12, 2023, 5:50 PM IST

Updated : Mar 12, 2023, 7:28 PM IST

28তম শতরান হাঁকিয়ে মোতেরায় 186 রানে থামলেন বিরাট (Kohli scored 186 runs) ৷ কোহলির রাজকীয় প্রত্যাবর্তনে আপাত নিরীহ ম্যাচেও জয়ের গন্ধ ভারতীয় শিবিরে । যদিও 'মিরাকেল' না-হলে আমেদাবাদ টেস্টে ফলাফলের আশা করছেন না অতি বড় ক্রিকেটবোদ্ধাও ।

Etv Bharat
রাজবেশে বিরাট প্রত্যাবর্তন মোতেরায়

আমেদাবাদ, 12 মার্চ: নভেম্বর, 2019 ইডেন গার্ডেন্স ৷ পিঙ্ক বল টেস্টে শেষবার শতরান এসেছিল তাঁর উইলোয় ৷ এরপর 40 মাসের লম্বা অপেক্ষা ৷ অন্যান্য ফরম্য়াটে প্রতীক্ষার অবসান হলেও ক্রিকেট শাশ্বত ঘরানায় 27টি সেঞ্চুরিতেই দীর্ঘ সময় আটকেছিলেন তিনি ৷ রবিবাসরীয় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবশেষে রাজার ঢঙেই পাঁচদিনের ক্রিকেটে প্রত্যাবর্তন হল বিরাট কোহলির ৷ 28তম শতরান (সবমিলিয়ে 75তম) হাঁকিয়ে ভালোই এগোচ্ছিলেন কেরিয়ারের অষ্টম দ্বিশতরানের দিকে (Virat Kohli hits 28th ton in test cricket) ৷ যদিও চোদ্দো রানের জন্য মাঠেই রেখে এলেন ডাবল সেঞ্চুরি, কিন্তু রাজার কৃতিত্ব তাতে এতটুকু ফিকে হওয়ার নয় ৷

তৃতীয়দিনের শেষে 58 রানে অপরাজিত থেকে শেষ হওয়া বিরাট ইনিংস এদিন থামল 186 রানে (Kohli scored 186 runs) ৷ নাথন লায়নকে সুইপ করতে গিয়ে ঠকে গেলেন ৷ নইলে দ্বিশতরানের নিরিখে ব্রায়ান চার্লস লারাকে ছোঁয়ার দিকে একধাপ এগিয়ে যেতেন দিল্লি বয় ৷ তিন বছর, তিন মাস কুড়ি দিন পর শতরান হাঁকানো বিরাটের ধ্রুপদী ইনিংস এল 364 বলে ৷ যা সাজানো 15টি বাউন্ডারি দিয়ে ৷

চলতি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম তিন ম্যাচে বিরাটের ব্যাট নীরব থাকায় প্রশ্ন উঠছিল ৷ দলের 'মাস্ট উইন গেম'-এ সেঞ্চুরি করে বিরাট জবাব দিলেন নিন্দুকদের ৷ কোহলি যখন আউট হলেন দলের রান তখন 9 উইকেটে 571 ৷ শ্রেয়স লোয়ার ব্যাকের ব্যথায় মাঠের বাইরে । ফলে ওখানেই ভারতীয় ইনিংসের সমাপ্তি ঘটে । তারপরেই বল হাতে মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন অশ্বিন, জাদেজারা ।

আরও পড়ুন: ভারতের ফাইনালে পৌঁছতে ক্রাইস্টচার্চে পঞ্চমদিন নিউজিল্যান্ডের চাই 257

কিন্তু ছ'ওভার ব্যাটিং করে কোনও উইকেট না-খুইয়ে 3 রান তুলে চতুর্থদিনের খেলা শেষ করল অজিরা ৷ দিনের শেষে 88 রানে পিছিয়ে তারা (India are 88 runs ahead at the end of day 4) ৷ সবমিলিয়ে পঞ্চমদিন অতিনাটকীয় কোনও ঘটনা ছাড়া মোতেরা টেস্ট অমিমাংসিত অবস্থাতেই শেষ হচ্ছে ৷ যদিও ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের অবস্থা স্বস্তি দিচ্ছে দলকে ৷ সেক্ষেত্রে, ম্যাচ জেতা না-হলেও 'বিরাট' ব্যাটে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের মহড়া সেরে রাখল টিম ইন্ডিয়া ৷

Last Updated :Mar 12, 2023, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.