ETV Bharat / sports

IND vs SA: শ্রেয়সের শতরানে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল ভারত

author img

By

Published : Oct 9, 2022, 9:11 PM IST

Updated : Oct 9, 2022, 9:34 PM IST

IND vs SA
শ্রেয়সের শতরানে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল ভারত

অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ 25 বল বাকি থাকতে 279 রান তাড়া করে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল 'মেন ইন ব্লু' ৷ ধোনির শহরে ভারত জিতল 7 উইকেটে (India beat SA by 7 wickets in second ODI) ৷

রাঁচি, 9 অক্টোবর: হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে ঈশান কিষাণ শতরানটা মাঠে ফেলে এলেও ভুলচুক করলেন না সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ লক্ষ্যে অবিচল থেকে কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শতরানটি পূর্ণ করলেন শ্রেয়স, সেইসঙ্গে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন নাইট অধিনায়ক ৷ 25 বল বাকি থাকতে 279 রান তাড়া করে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল 'মেন ইন ব্লু' ৷ ধোনির শহরে ভারত জিতল 7 উইকেটে (India beat SA by 7 wickets in second ODI) ৷ 111 বলে 113 রানে অপরাজিত থাকলেন শ্রেয়স (Shreyas Iyer hits 2nd ODI hundred) ৷

সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে 279 রানের টার্গেট বেশ চ্যালেঞ্জিং ছিল অনভিজ্ঞ ভারতীয় ব্যাটিং লাইন-আপের কাছে ৷ তার উপর অধিনায়ক শিখর ধাওয়ান-সহ দুই ওপেনার রান না-পাওয়ায় কাজটা কঠিন হয় মিডল-অর্ডারের কাছে ৷ তবে তৃতীয় উইকেটে ঈশান কিষাণ-শ্রেয়স আইয়ার 161 রানের জুটিতে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা আসান হয়ে যায় ভারতের কাছে ৷ গতিতে রান তুলতে শুরু করেন দুই মিডল-অর্ডার ব্যাটার ৷ আর তাতেই খেই হারিয়ে ফেলেন পার্নেল, রাবাদা, নর্তজেরা ৷

একটা সময় মনে হচ্ছিল দু'জনেই অপরাজিত শতরান হাঁকিয়ে ম্যাচ বের করে নেবেন ৷ কিন্তু শতরান থেকে দূরে দাঁড়িয়ে মনোসংযোগে বিঘ্ন ঘটে ঈশানের ৷ 4টি চার, 7টি ছক্কা হাঁকিয়ে 93 রানে (84 বল) ফেরেন তিনি (Ishan Kishan scores 93 runs) ৷ তবে ভারতের সহজ জয় কোনওভাবেই কঠিন হয়নি ৷ সঞ্জু স্যামসনকে সঙ্গে নিয়ে বৈতরণী পার করে দেন শ্রেয়স ৷ 104 বলে শতরান আসে সহ-অধিনায়কের ব্যাটে ৷ শেষ পর্যন্ত 113 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি ৷ স্যামসন অপরাজিত থাকেন 30 রানে ৷

আরও পড়ুন: ধোনির শহরে সিরিজ বাঁচাতে 279 রান চাই ধাওয়ানদের

এর আগে তেম্বা বাভুমার অনুপস্থিতিতে টস জিতে এদিন প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত গ্রহণ করেন প্রোটিয়া অধিনায়ক কেশব মহারাজ ৷ রেজা হেন্ড্রিকসের 74, এইডেন মার্করামের 79 রানের সৌজন্যে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 278 রান তোলে সফরকারী দল ৷ মঙ্গলবার নয়াদিল্লিতে সিরিজের নির্ণায়ক ম্যাচ ৷

Last Updated :Oct 9, 2022, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.