ETV Bharat / sports

IND vs SA: ধোনির শহরে সিরিজ বাঁচাতে 279 রান চাই ধাওয়ানদের

author img

By

Published : Oct 9, 2022, 6:26 PM IST

IND vs SA
ধোনির শহরে সিরিজ বাঁচাতে 279 রান চাই ধাওয়ানদের

প্রথম ম্যাচে ব্যর্থ ভারতীয় বোলিং ব্রিগেড দ্বিতীয় ম্যাচেও আহামরি পারফর্ম করতে ব্যর্থ ৷ ব্যতিক্রম আহত দীপক চাহারের পরিবর্ত মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ 10 ওভারে 38 রান দিয়ে 3 উইকেট নেন আরসিবি পেসার ৷ অভিষেকে একটি উইকেট পেলেও 54 রান খরচ করলেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed takes a wicket on debut) ৷

রাঁচি, 9 অক্টোবর: মহেন্দ্র সিং ধোনির শহরে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াই শিখর ধাওয়ান নেতৃত্বাধীন ভারতীয় দলের ৷ অন্যদিকে রাঁচিতে ম্যাচ জিতলেই সিরিজ পকেটে দক্ষিণ আফ্রিকার ৷ এমতাবস্থায় দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচে টসভাগ্য সঙ্গ দিল না ভারত অধিনায়ক শিখর ধাওয়ানকে ৷ টস জিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে 278 রান তুলল সফরকারী ৷ অর্থাৎ, ঘরের মাঠে সিরিজ বাঁচাতে ধাওয়ান অ্যান্ড কোম্পানির চাই 279 রান (India need 279 runs to stay alive in the series against SA) ৷

জোড়া অর্ধশতরান করে ব্যাট হাতে প্রোটিয়া শিবিরের নায়ক রেজা হেন্ড্রিকস (Reeza Hendricks) এবং এইডেন মার্করাম (Aiden Markram) ৷ তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের 129 রানের পার্টনারশিপেই চ্যালেঞ্জিং রানের ভিত মজবুত করে দক্ষিণ আফ্রিকা ৷ হেন্ড্রিকসের ব্যাট থেকে আসে 74 রান ৷ তাঁর 76 বলের ইনিংসে ছিল 9টি চার এবং একটি ছয় ৷ অন্যদিকে 89 বলে মার্করামের 79 রানের ইনিংসে ছিল 7টি চার এবং 1 টি ছয় ৷ পরবর্তীতে হেনরিক ক্লাসেনের 30 এবং ডেভিড মিলারের অপরাজিত 35 রানে ভর করে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 278 রান তোলে প্রোটিয়ারা ৷

আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে জাতীয় দলের জার্সিতে আত্মপ্রকাশ বাংলার শাহবাজের

তেম্বা বাভুমা বিশ্রামে থাকায় এদিন সফরকারী দলের নেতৃত্বে রয়েছেন কেশব মহারাজ (Keshav Maharaj) ৷ অন্যদিকে প্রথম ম্যাচে ব্যর্থ ভারতীয় বোলিং ব্রিগেড দ্বিতীয় ম্যাচেও আহামরি পারফর্ম করতে ব্যর্থ ৷ ব্যতিক্রম আহত দীপক চাহারের পরিবর্ত মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ 10 ওভারে 38 রান দিয়ে 3 উইকেট নেন আরসিবি পেসার ৷ 9 ওভারে 60 রান খরচ করেন একটি উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ৷ অভিষেকে একটি উইকেট পেলেও 54 রান খরচ করলেন বাংলার স্পিনার শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed takes a wicket on debut) ৷ একটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং শার্দূল ঠাকুরও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.