ETV Bharat / sports

IND vs IRE 1st T20 : হুডার ব্যাটে জয় দিয়ে সফরনামা শুরু ক্যাপ্টেন হার্দিকের

author img

By

Published : Jun 27, 2022, 7:25 AM IST

আত্মপ্রকাশে গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা বরোদার ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক হিসেবেও সফরনামা শুরু করলেন জয় দিয়ে । আইরিশদের দেশে দু'ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় এল 7 উইকেটে (India beat Ireland by 7 wickets to take the lead in the series) ।

IND vs IRE 1st T20
হুডার ব্যাটে জয় দিয়ে সফরনামা শুরু ক্যাপ্টেন হার্দিকের

ডাবলিন, 27 জুন : সিনিয়র দল যখন ইংল্যান্ড সফরে, আইরিশদের দেশে তখন কুড়ি-বিশের সিরিজ খেলছে বি-টিম । ভারতীয় ক্রিকেট দলের বেঞ্চ স্ট্রেংথের এহেন উৎকর্ষতা যে কোনও দলের কাছে ঈর্ষার কারণ হতে বাধ্য । আর এই বেঞ্চ স্ট্রেংথের মূলে কোটিপতি ক্রিকেট লিগ আইপিএলের ভূমিকা স্বীকার না-করলেই নয় । সিনিয়ররা যখন লেস্টারশায়ারে বার্মিংহ্যাম টেস্টের প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সে সময় পড়শি দেশে মূলত আইপিএল তারকাদের নিয়েই ঘোড়া ছোটালেন হার্দিক পান্ডিয়া । আত্মপ্রকাশে গুজরাত টাইটান্সকে আইপিএল চ্যাম্পিয়ন করা বরোদার ক্রিকেটার জাতীয় দলের অধিনায়ক হিসেবেও সফরনামা শুরু করলেন জয় দিয়ে । দু'ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ভারতের জয় এল 7 উইকেটে (India beat Ireland by 7 wickets to take the lead in the series) । সৌজন্যে দীপক হুডার মারকাটারি ব্যাটিং । অধিনায়ক হার্দিকের ব্যাট থেকেও এল সময়োপযোগী ক্যামিও ।

বৃষ্টিবিঘ্নিত সিরিজের প্রথম ম্যাচে এদিন কমে দাঁড়ায় 12 । ফলত লড়াইটা মোটেই সহজ ছিল না হার্দিক অ্যান্ড কোম্পানির জন্য । অধিনায়ক হিসেবে আত্মপ্রকাশে টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন হার্দিক পান্ডিয়া । ভুবনেশ্বর কুমার, আবেশ খানরা শুরুটা ভাল করলেও 'মেন ইন ব্লু '-কে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেন হ্যারি টেক্টর । আইরিশ এই মিডল অর্ডার ব্যাটারের ঝোড়ো অর্ধশতরানেই লড়াইয়ের রসদ পায় অ্যান্ডি বালবির্নির দল । 33 বলে টেক্টরের 64 রানের ইনিংসে ছিল 6টি চার এবং 3টি ছয় ।

12 ওভারে 4 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 108 তোলে আইরিশরা । জবাবে ঈশান কিষাণের সঙ্গে ভারতীয় ইনিংসের গোড়াপত্তন করতে নামেন দীপক হুডা । ওপেনার হিসেবে নতুন দায়িত্বে মারকুটে ব্যাটার লেটার মার্কস নিয়েই উত্তীর্ণ হলেন । ঈশান 26, সূর্যকুমার শূন্য রানে ফিরলেও দলের জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন হুডাই । তৃতীয় উইকেটে হুডা এবং পান্ডিয়া, দুই বরোদা ব্যাটারের জুটিতেই সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত ।

আরও পড়ুন : আইপিএল দিয়েছেন, এবার নীল জার্সিতে নিজেকে মেলতে মরিয়া ‘অধিনায়ক’ হার্দিক

অধিনায়ক 12 বলে 24 রানে ফিরে গেলেও 6টি চার, 2টি ছক্কা হাঁকিয়ে 29 বলে 47 রানে অপরাজিত থেকে যান এলএসজি তারকা (Deepak Hooda scores 47 runs from 29 balls) । 16 বল বাকি থাকতেই 7 উইকেটে ম্যাচ জিতে নেয় সফরকারী দল । 5 রানে অপরাজিত থাকেন 'সিনিয়র মোস্ট' দীনেশ কার্তিক । মঙ্গলবার ডাবলিনেই সিরিজের দ্বিতীয় তথা শেষ ম্যাচ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.