ETV Bharat / sports

WTC Final 2023: বালাসোর রেল দুর্ঘটনায় নিহতদের স্মরণে নীরবতা পালন, কালো ব্যাজ পরে মাঠে রোহিত-কামিন্সরা

author img

By

Published : Jun 7, 2023, 3:29 PM IST

Updated : Jun 7, 2023, 5:00 PM IST

ওড়িশার রেল দুর্ঘটনায় নিহতদের স্মরণ করলেন রোহিত-বিরাটরা ৷ তবে, শুধু ভারতীয় ক্রিকেটাররা নন ৷ অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা পুরো গ্যালারি এ দিন এই শোকপালনে অংশ নেয় ৷

WTC Final 2023 ETV BHARAT
WTC Final 2023

লন্ডন, 7 জুন: বালাসোরে ট্রেন দুর্ঘটনায় নিহতদের স্মরণে মাঠে 1 মিনিটের নীরবতা পালন করলেন ভারত এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৷ দুই দেশের জাতীয় সঙ্গীতের আগে ওড়িশার এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের স্মরণ করলেন রোহিত-কামিন্সরা ৷ দু'দলের ক্রিকেটাররাই সেই ঘটনার শোকে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৷

অন্যদিকে, কালই জানিয়ে দেওয়া হয়েছে ওড়িশায় বালাসোরের কাছে বাহানাগা বাজারে জোড়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা 275 থেকে বেড়ে হয়েছে 278 ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাই মৃতের সংখ্যা বেড়েছে বলে জানাল রেল ৷ তবে ওড়িশা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা 275 ।

ডিআরএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আহত 1100 জনের মধ্যে প্রায় 200 লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । 278টি দেহের মধ্যে 177টি শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আরও 101টি দেহ শনাক্ত করা বাকি রয়েছে ৷ ওই দেহগুলিকে ছয়টি ভিন্ন হাসপাতালে রাখা হয়েছে বলে তিনি জানান ।

  • The Indian Cricket Team will observe a moment of silence in memory of the victims of the Odisha train tragedy ahead of the start of play on Day 1 of the ICC World Test Championship final at The Oval.

    The team mourns the deaths and offers its deepest condolences to the families… pic.twitter.com/mS04eWz2Ym

    — BCCI (@BCCI) June 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে নেমেছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ লন্ডনের মেঘলা আবহাওয়ায় টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত শর্মা ৷ সবুজ পিচে শুরু থেকেই চাপ বাড়ানোর চেষ্টায় রয়েছেন ভারতীয় পেসাররা ৷ মহম্মদ সিরাজের বলে খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরেছেন অজি ওপেনার তারিক উসমান খোয়াজা ৷ ক্রিজে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও মার্নাস ল্যাবুশেন ৷

আরও পড়ুন: আরও তিনজনের মৃত্যু, বালাসোর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 278

ওভালের পিচে যে বাউন্স থাকবে তা আগেই জানিয়েছিলেন পিচ কিউরেটর লিজ ৷ তার উপর লন্ডনের আকাশ মেঘে ঢাকা ৷ এই পরিস্থিতিতে টস জিতে যে কোনও অধিনায়ক বোলিং নেবেন, সেটাই স্বাভাবিক ৷ রোহিত শর্মাও তাই করলেন ৷ প্রথমবার আইসিসি-র কোনও টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে টস করতে নেমেছিলেন তিনি ৷ সিমিং আবহাওয়ার চারজন পেস বোলার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷

Last Updated : Jun 7, 2023, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.