ETV Bharat / bharat

Odisha Train Accident: আরও তিনজনের মৃত্যু, বালাসোর বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 278

author img

By

Published : Jun 6, 2023, 11:14 AM IST

ওড়িশার হাসাপাতালে চিকিৎসাধীন থাকা আহতের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷ যার ফলে বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 278 ৷ এমনটাই জানানো হয়েছে রেলের তরফে ৷

Balasore train accident
মৃতের সংখ্যা বাড়ল

ভুবনেশ্বর, 6 জুন: ওড়িশায় বালাসোরের কাছে বাহানাগা বাজারে জোড়া ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা 275 থেকে বেড়ে হল 278 ৷ দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসাপাতালে চিকিৎসাধীনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে ৷ তাই মৃতের সংখ্যা বেড়েছে বলে জানাল রেল ৷ তবে ওড়িশা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃতের সংখ্যা 275 ।

খুরদা রোড ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রিঙ্কেশ রায় সোমবার বলেছেন, "2 জুন রেল দুর্ঘটনায় 278 জনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি 1100 জন আহত হয়েছেন । তবে রাজ্য সরকারের তালিকায় মৃতের সংখ্যা এখনও 275 রয়েছে ৷ ওই পরিসংখ্যান সময়ের সঙ্গে পরিবর্তিত হবে ।" ডিআরএম জানান, আহত 1100 জনের মধ্যে 200 জনেরও কম লোক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । 278টি দেহের মধ্যে 177টি শনাক্ত করা সম্ভব হয়েছে এবং আরও 101টি দেহ শনাক্ত করা বাকি রয়েছে ৷ ওই দেহগুলিকে ছয়টি ভিন্ন হাসপাতালে রাখা হয়েছে বলে তিনি জানান । রিঙ্কেশ রায় বলেন, "রেলওয়ে ওডিশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মতো রাজ্যের নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য কর্মীদের মোতায়েন করেছে । মৃতদেহগুলি বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা হবে ।"

আরও পড়ুন: 288 নয়, বালাসোর দুর্ঘটনায় মৃতের সংখ্যা 275; দাবি ওড়িশা সরকারের

প্রসঙ্গত, ওড়িশা প্রশাসনের ও রেলের তরফে প্রথমে শনিবার জানানো হয় দুর্ঘটনায় 288 জনের মৃত্যু হয়েছে ৷ পরে সেই সংখ্যা পরিবর্তিত হয় ৷ রবিবার মৃতের সংখ্যা কমে হয়ে দাঁড়ায় 275 ৷ প্রশাসনের তরফে জানানো হয়, একই দেহকে দু'বার করে গোনায় এই ভুল হয়েছে ৷ ফলে ট্রেন দুর্ঘটনায় 288 নয়, আসলে 275 জনের মৃত্যু হয়েছে ৷ আর একদিনের মধ্যে মৃতের পরিসংখ্যান কমে যাওয়া নিয়ে সরব হয় বিরোধী দলগুলি ৷ তার মধ্যে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যিনি নিজে অনেক বছর ধরে একজন রেলমন্ত্রী ছিলেন ৷ পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলে মমতা দাবি করেন, ওড়িশা ট্রেন দুর্ঘটনায় পশিমবঙ্গের 61 জনের মৃত্যু হয়েছে এবং 182 জন এখনও নিখোঁজ রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.