ETV Bharat / sports

Teammates on Babar: বাবরের দলে থাকার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক দুই সতীর্থ

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 5:31 PM IST

Updated : Nov 16, 2023, 10:53 PM IST

Teammates Reaction on Babar Azam: অধিনায়কত্ব গিয়েছে আগেই এবার তাঁকে দল থেকে ছেঁটে ফেলারও দাবি তুললেন বাবর আজমের দুই সতীর্থ ৷ টি-20 দলে বাবরকে না-রাখার দাবিতে সরব মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম ৷

Teammates on Babar
তাঁকে দল থেকে ছেঁটে ফেলারও দাবি তুললেন বাবর আজমের দুই সতীর্থ

করাচি, 16 নভেম্বর: বিশ্বকাপে ব্যর্থতার পর পাকিস্তান দলে বাবর জমানার অবসান হয়েছে সম্প্রতি ৷ তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়িয়েছেন বাবর আজম ৷ সোশাল মিডিয়ায় অনেকেই অধিনায়ক বাবরকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ৷ অনেকে আবার একেবারে চুপ ৷ বিশ্বকাপের ব্যর্থতার পরেই শোনা গিয়েছিল বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে ৷ এবার তাঁকে দল থেকে ছেঁটে ফেলারও দাবি তুললেন তাঁর দুই সতীর্থ ৷

করাচি কিংস দলে বাবরের সঙ্গেই খেলেছেন মহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম ৷ তাঁদের দাবি টি-20 ক্রিকেটে প্রথম একাদশে থাকারই নাকি যোগ্যতা নেই বাবরের ৷ মহম্মদ আমিরের মন্তব্য, "টি-20 ক্রিকেটে দলে থাকার যোগ্যতা নেই বাবরের ৷" তাঁকেই সমর্থন করেছেন ইমাদও ৷ তিনিও দাবি করেন, "টি-20 দলে প্রথম একাদশে থাকার কোনও যোগ্যতাই নেই বাবরের ৷"

তবে দলের সতীর্থদের মধ্যে বাবর বিরোধী আওয়াজ যেমন সরব তেমনই অনেকেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ ৷ পেসার নাসিম শাহ সোশাল মিডিয়ায় লিখেছেন, "চার বছর দারুণ আনন্দে ক্রিকেট খেলেছি ৷ ভাগ্যবান যে তোমার অধিনায়কত্বে আমার সাদা বলের ক্রিকেটে অভিষেক হয়ছিল ৷ তুমি সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে ৷ আর আমাদের বুঝিয়ে দিয়েছ 'একটা দল একটাই স্বপ্ন' স্লোগানের আসল অর্থ ৷ "

বাবরের পাশে দাঁড়িয়েছেন কিপার ব্যাটার মহম্মদ রিজওয়ানও ৷ একসময় বাবরের ডেপুটি এদিন লেখেন, "পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার তুমি ৷ অধিনায়ক হিসাবে তোমার সততা, ভালোবাসা, ভাবনা এবং পরিশ্রম আগামীর কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ৷ পাকিস্তানের জন্য তোমার কেরিয়ার আরও উজ্জ্বল হয়ে উঠুক ৷" মিডল অর্ডার ব্যাটার ইফতিকার আহমেদ, পেস স্টার শাহিন আফ্রিদি, হ্যারিস রাউফ, হাসান আলির মতো অনেকেই খোলা মনে বাবরের প্রশংসা করেছেন ৷ প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ, আজাহার আলি এবং আজাহার মেহমুদও বাবরে মুগ্ধ ৷ তবে অনেকেই আবার নীরবতা বজায় রেখেছেন ৷
অরও পড়ুন:

  1. আর বৃষ্টি নয়, পুরো খেলা দেখার আশায় ইডেনের ক্রিকেট ভক্তরা
  2. বিশ্বকাপে ব্যর্থতার জের, তিন ফরম্যাটেই নেতৃত্ব ছাড়লেন বাবর
Last Updated :Nov 16, 2023, 10:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.