ETV Bharat / sports

ICC World Cup 2023: প্রোটিয়াদের কাছে হেরে আফগানি 'বিশ্বকাপ রূপকথা'র সমাপ্তি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 10:37 PM IST

শেষ আফগানি ক্রিকেটারদের 'রূপকথার সফর' ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 উইকেটে শেষ ম্যাচ হারল হাসমতউল্লাহ শাহিদির দল ৷

ICC World Cup 2023
আফগানি বিশ্বকাপ রূপকথার সমাপ্তি

আমেদাবাদ, 10 নভেম্বর: বিশ্বকাপের 'রূপকথার সফর' শেষ আফগানিস্তানের ৷ তবে ম্যাচ না জিতলেও অনেকের মন নিশ্চয়ই জিতে নিয়ে দেশে ফিরবেন হাসমতউল্লাহ শাহিদিরা ৷ বিশ্বকাপে চারটি জয় তুলে নিয়ে ষষ্ঠস্থানে সফর শেষ করল আফগানবাহিনী ৷ তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁরা চাপ তৈরি করেছিল রীতিমতো ৷ শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলা গড়ায় একেবারে শেষ লগ্ন পর্যন্ত ৷ শেষ পর্যন্ত 15 বল বাকি থাকতে জয় তুলে নেয় প্রোটিয়াবাহিনী ৷ তবে বলাই বাহুল্য খুব হাসতে হাসতে এই লক্ষ্যে পৌঁছতে পারেনি তেম্বা বাভুমার দল ৷

যথেষ্ট পরিশ্রম করে রাশিদ খান-মুজিব উর রহমানদের সামলাতে হল প্রোটিয়া ব্যাটারদের ৷ কুইন্টন ডি'কক এদিনও দেখান তাঁর ফর্মের ঝলক ৷ 47 বলে 41 রান করেন এই বাঁ-হাতি ওপেনার ৷ তবে ম্যাচের নায়ক অবশ্য়ই রাসি ভ্যান ডার-দুসেন ৷ 95 বলে 6টি চার এবং 1টি ছয় দিয়ে ইনিংস সাজান এই মিডল অর্ডার ব্যাটার ৷ পিচ যে খুব সহজ ছিল না এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তবে ধৈর্য্য ধরে তিনি সামাল দেন সমস্ত আক্রমণ ৷

তাঁকে যোগ্য সঙ্গত দেন আন্দিলে ফেলুকায়োও ৷ গুরুত্বপূর্ণ 39 রানের ইনিংস খেলে পতনরোধ করেন তিনি ৷ তাঁদের 65 রানের পার্টনারশিপের সৌজন্যেই চলতি বিশ্বকাপের সপ্তম জয় পেল দক্ষিণ আফ্রিকা ৷ টেবিলে আপাতত তারা রয়েছে দ্বিতীয় স্থানে ৷ রাশিদ খান এবং মহম্মদ নবি আফগানবাহিনীর হয়ে দু'টি করে উইকেট শিকার করেন ঠিকই ৷ তবে 'দুর্ধর্ষ দুশমন'দের থামাতে তা যথেষ্ট ছিল না ৷

পরাজয়ের গ্লানি দিয়েই শুরু হয়েছিল আফগানদের বিশ্বকাপ সফর ৷ সেখান থেকেই ফিনিক্স পাখির মতো আবারও ঘুরে দাঁড়িয়েছিল তারা ৷ এই বিশ্বকাপের সফর শেষ হলেও আগামিদিনের আরও রূপকথা নিশ্চয়ই লিখবেন আফগানি ক্রিকেটাররা ৷ তাঁদের এই লড়াই দেখে এমন আশাতেই হয়তো বুক বাঁধছেন ফ্যানেরা ৷

আরও পড়ুন:

  1. বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে সাসপেন্ড করল আইসিসি
  2. টিভিতে বক্তব্য রাখা সহজ, তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের কোনও চাপ নেই; সমালোচকদের জবাব বাবরের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.