ETV Bharat / sports

ICC World Cup 2023: আফগানদের হারালেই বিশ্বকাপের সেমিতে পৌঁছবে অজিরা

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 1:27 PM IST

আফগানদের হারালেই বিশ্বকাপের সেমিতে পৌঁছবে অজিরা
ICC World Cup 2023

মঙ্গলবার মুম্বইয়ের ওয়াংখেড়ে নামছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ৷ চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলে অস্ট্রেলিয়া দাঁড়িয়ে তিন নম্বরে ৷ সাতটি ম্যাচ খেলে তাদের প্রাপ্ত 10 পয়েন্ট ৷ আফগানিস্তান ও পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে জিতলে অস্ট্রেলিয়া পয়েন্ট হবে 14। তাহলে দ্বিতীয় স্থানে থেকে সেমিতে পৌঁছে যাবে।

কলকাতা, 6 নভেম্বর: ইতিমধ্যে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা পাকা করেছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। ভারত প্রথম থেকেই শীর্ষস্থান পাকা করে রেখেছে ৷ অন্যদিকে, 2 নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ বাকি দু'টি জায়গার জন্য লড়াইয়ে আছে ছ'টি দল। তালিকায় অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, আফগানিস্তানও আছে। তালিকায় শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস থাকলেও তাদের পক্ষে শেষ চারে যাওয়ার লড়াইটা কার্যত অসম্ভব। এমনই আবহে মঙ্গলবার ওয়াংখেড়েতে নামছে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ৷ তাতে জিতলে ভালো জায়গায় থাকবে অস্ট্রেলিয়া। আরও পরে বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলবে প্য়াট ক্যামিন্সের দল।

অন্যদিকে, হাশমত শাহিদির নেতৃত্বাধীন আফগানিস্তানের গ্রুপ পর্যায়ে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে। যদি দু'টি ম্যাচেই তারা জিতে যায় তাহলে 12 পয়েন্টে পৌঁছবে। পাকিস্তান, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া- কে কী করল, সেদিকে তাকাতে হবে না। অর্থাৎ নিজেদের হাতেই ভাগ্য আছে আফগানিস্তানের। এক বা একাধিক ম্যাচ হারলে অবশ্য সমীকরণ বদলাতে পারে।

প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দল সাতটি ম্যাচ খেলে পাঁচটিতে জয়লাভ করেছে ৷ অস্ট্রেলিয়া যদি বাকি দু'টোর মধ্যে একটি ম্যাচে জিতে যায়, তাহলেও সেমির টিকিট নিশ্চিত হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে 12 পয়েন্টে পৌঁছে যাবে। সেই হিসেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা ছাড়াও অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের দেখা হবে শেষ চারে।

অস্ট্রেলিয়া যদি দু'টি ম্যাচেই হেরে যায়, তাহলে 10 পয়েন্টে আটকে থাকবে। সেক্ষেত্রে অঙ্কের জটিলতা চলে আসবে। সেই সমীকরণে সেমিফাইনালের দুটি স্থানের জন্য লড়াই হতে পারে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও পাকিস্তানের। নিউজিল্যান্ড ও পাকিস্তান যদি নিজেদের শেষ ম্যাচে হেরে যায়, তাহলে সেমিতে উঠে যাবে অস্ট্রেলিয়া। কারণ সেক্ষেত্রে কিউয়ি ও পাকিস্তানিরা আট পয়েন্টে আটকে থাকবে।

আফগানিস্তানকে হালকাভাবে নেওয়ার কোনও যুক্তি নেই। কারণ তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসকে হারিয়েছে। আফগানিস্তান দু'টি ম্যাচে হেরে গেলে এবং অস্ট্রেলিয়া একটি ম্যাচে জিতলে এই দুটি দল সরাসরি শেষ চারে চলে যেতে পারবে। তবে শেষ পর্যন্ত কোন দল সেমিফাইনালে উঠবে সেটা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: 'কখনও সচিন হতে পারব না', ছেলেবেলার হিরোর সর্বকালীন নজির ছুঁয়েও মাটিতে পা বিরাটের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.