ETV Bharat / sports

ICC World Cup 2023: বুধবার প্রথম সেমিতে ভারত-নিউজিল্যান্ড, নন্দনকাননে পাক-বিদায়ের সঙ্গেই চূড়ান্ত শেষ চারের সূচি

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 7:04 PM IST

Updated : Nov 11, 2023, 10:40 PM IST

শনিবাসরীয় ইডেনে চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের ৷ অঙ্কের বিচারে প্রথম ব্যাটিং করতে না পারলে তাঁদের শেষ চারে যাওয়ার কোনও আশা ছিল না ৷ ইংল্যান্ডের দেওয়া 338 রানের টার্গেট তাঁদের তাড়া করতে হত মোটামুটি 7 ওভারে ৷ স্বাভাবিকভাবেই তা পারেনি পাকিস্তান ৷

ICC World Cup 2023
চলতি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের

কলকাতা, 11 নভেম্বর: লক্ষ্যপূরণ হবে না তা জানা গিয়েছিল শনিবার বারবেলাতেই ৷ ইডেনে চলতি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ টসটাই হেরে যান পাক অধিনায়ক বাবর আজম ৷ আর ব্রিটিশবাহিনী ব্যাটিং নেওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায় পাকিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন ৷ তবে ইডেনে শনিবাসরীয় বিকেলে চ্যাম্পিয়নস ট্রফির টিকিট প্রায় নিশ্চিত করে ফেলল জস বাটলারের দল ৷ এদিন শুরুতে ব্যাটিং করে 9 উইকেট খুইয়ে 337 রান করে ইংরেজবাহিনী ৷ জবাবে রান তাড়া করতে নেমে 244 রানে গুটিয়ে গেল বাবর আজমের দল ৷ এদিনের ম্যাচে পাকিস্তানের বিদায়ের সঙ্গে সঙ্গেই নিশ্চিত হয়ে গেল বিশ্বকাপের শেষ চারের সূচি ৷

15 নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিতে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের ৷ 16 নভেম্বর ইডেন গার্ডেন্সেই দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৷ এদিন ইডেনে ইংরেজ অধিনায়ক বাটলারের ব্যর্থতার অব্যাহত থাকলেও রানে ফেরেন জনি বেয়ারস্টো, জো রুটরা ৷ সঙ্গে বেন স্টোকসকেও দেখা গেল সুপার ফর্মে ৷ ইংল্যান্ডের রানরেটের কথা মাথায় রেখে গত দিন প্রাক ম্যাচ প্রেস কনফারেন্সে মালান জানিয়েছিলেন, তাঁদের পাখির চোখ এখন চ্যাম্পিয়নস ট্রফি ৷ আজকের হারের পরেও অষ্টমস্থান ধরে রেখেছে বাংলাদেশ ৷ তাই তাদের চ্যাম্পিয়নস ট্রফি নিশ্চিত ৷ ব্রিটিশদের ছুড়ে দেওয়া 337 রান তাড়া করে জয় তুলে নেওয়াটা মোটেই সহজ হয়নি পাক ব্যাটারদের জন্য় ৷

এদিন শুরুতে ব্যাট করতে নেমে 82 রানের পার্টনারশিপ করেন ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো ৷ মালান 31 রানে সাজঘরে ফিরলেও বেয়ারস্টো করেন 59 রান ৷ 60 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে তাঁকে যথাযোগ্য সঙ্গ দেন রুটও ৷ আলাদা করে উল্লেখ করতেই হবে স্টোকসের কথা ৷ যে মারমুখী স্টোকসকে দেখে আশায় বুক বাঁধেন ফ্যানেরা তেমনই একটি ইনিংস উপহার দেন এই বাঁ-হাতি ব্যাটার ৷ ইংল্যান্ডের গত বিশ্বকাপের নায়ক ইডেনে ইনিংস সাজান 11টি চার ও 2টি ছয় দিয়ে ৷ 76 বলে উপহার দেন 84 রান ৷ তাঁর ইনিংসের সৌজন্যেই তৈরি হয় 337 রানের এই বিশাল টার্গেট ৷ শেষ পর্বে 17 বলে 30 রানের দুরন্ত ক্যামিয়ো খেলে যান হ্যারি ব্রুকও ৷

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন হ্যারিস রাউফ ৷ 337 রান মোটামুটি 7 ওভারে এই রান তাড়া করা অসম্ভব বিশ্বের যে কোনও দলের পক্ষেই ৷ পাকিস্তানও তার ব্যতিক্রম নয় ৷ শুরু থেকেই এদিন উইকেট হারাতে থাকে তারা ৷ আবদুল্লাহ শফিক ও ফখর জামান দু'জনেই ব্যর্থ ৷ মহম্মদ রিজওয়ানরা চেষ্টা করেন ঠিকই তবে 6.4 বলে 30-এর বেশি রান করতে পারেননি তাঁরা ৷ আর এই সময়ের মধ্যে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছতে না-পেরে তখনই বিদায় নিশ্চিত হয় '92-এর বিশ্বজয়ীদের ৷ শেষ পর্যন্ত এদিন 244 রানে গুটিয়ে যায় পাকিস্তানি ইনিংস ৷ দলের হয়ে সর্বোচ্চ 51 রান করেন আগা সলমন ৷

আরও পড়ুন:

অজিদের বিরুদ্ধে মরিয়া লড়াই 'শাকিবহীন' বাংলাদেশের, ফ্যানেদের 'হৃদয়' জিতলেন তৌহিদ

ম্যাচের আগেই শেষ পাকিস্তানের অবাস্তব সেমিফাইনাল-অংক, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডে

Last Updated :Nov 11, 2023, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.