ETV Bharat / sports

ICC World Cup 2023: কাম্বলির চোখের জলের স্মৃতি ভুলে ইডেনে বিশ্বকাপের প্রথম জয়ের খোঁজে ভারত

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:55 PM IST

Updated : Nov 5, 2023, 8:30 AM IST

27 বছর আগে ইডেনে শেষবার বিশ্বকাপের ম্যাচ খেলেছিল ভারতীয় দল ৷ ক্রিকেটের নন্দনকাননে রবিবার কি জয়ে ফিরতে পারবেন রোহিত শর্মার দল ? ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মুখ খুললেন রাহুল দ্রাবিড় ৷

ICC World Cup 2023
ক্রিকেটের নন্দনকাননে বিশ্বকাপের প্রথম জয়ের খোঁজে ভারত

কলকাতা, 4 নভেম্বর: ইডেন গার্ডেন্স! ক্রিকটের নন্দনকানন বা স্বর্গোদ্যান হিসাবেই বেশি পরিচিত ৷ তবে বিশ্বকাপে ভারতের জন্য খুব 'পয়া মাঠ' নয় এই ইডেন ৷ 1996 সালের বিশ্বকাপে এই মাঠেই হেরেছে ভারতীয় দল ৷ 1996 বিশ্বকাপের সেমিফাইনালে আউট হওয়ার পর বিনোদ কাম্বলির চোখের জল তো আজও মনের মনিকোঠায় তোলা আছে ক্রিকেটপ্রেমীদের ৷ তবে এবার কি ইডেনে এবার বিশ্বকাপের ম্যাচে জয়ের খাতা খুলতে পারবে ভারত ? 27 বছর পর নতুন করে লেখা হবে কি ইতিহাস?

চলতি বিশ্বকাপে এখনও অপরাজিত টিম ইন্ডিয়া ৷ শেষচারে জায়গা পাকা হয়ে গিয়েছে ইতিমধ্যেই । দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ফলাফল পয়েন্ট টেবিলের অবস্থান বদলাবে মাত্র। তবে প্রতিপক্ষের ওপর স্টিম রোলার চালিয়ে এতদিন যে গতিতে এগিয়েছে ভারত তাতে রাশ টানার কোনও ইচ্ছেই তাঁদের নেই ৷ এদিনও জোরকদমে চলল অনুশীলন পর্ব ৷

ছবিটা খানিকটা এরকম ৷ ক্লাব হাউজের আপার টায়ারে ভারতীয় দলের তিন সমর্থক নিরন্তর তেরঙা ওড়াচ্ছেন । ওদের হাতে শাঁখ । নেটে বিরাট কোহলিকে ছন্দে ব্যাট করতে দেখে শঙ্খধ্বনি আরও উচ্চকিত হয়ে উঠল । শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলের অনুশীলনে এদিন ছিল একটু গাছাড়া ভাব । ঐচ্ছিক অনুশীলন থাকায় রবীন্দ্র জাদেজা বাদে বাকি বোলাররা মাঠমুখো হননি । বিরাট কোহলি, রোহিত শর্মা, শার্দূল ঠাকুর, শ্রেয়স আইয়ার, কেএল রাহুলরা আসেন ইডেনে । নিজেদের মত করে ঝালিয়ে নিলেন ।

শনিবার সকাল থেকেই ভারতীয় শিবিরের জন্য আকাশ মেঘাচ্ছন্ন । হার্দিক পান্ডিয়া চোটের কারণে বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন । ছন্দে থাকা হার্দিকের বদলে প্রসিদ্ধ কৃষ্ণাকে ডেকে নেওয়া হলেও খচখচানি রয়ে গিয়েছে । সাংবাদিক সম্মেলনে কোহলি-রোহিতদের হেডস্যর রাহুল দ্রাবিড় বলেন, "হার্দিক চোট পেয়ে ছিটকে গিয়েছেন তাই কেএল রাহুল এখন দলের সহ-অধিনায়ক। আমার মনে হয় দলটা ছন্দে রয়েছে । 7টা ম্যাচেই দারুণ ক্রিকেট খেলেছে । আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলছি যারা ভালো ক্রিকেট খেলে এই অবস্থানে পৌঁছেছে । তাই ইডেন গার্ডেন্সের মতো মাঠে ভালো খেলার দিকে তাকিয়ে রয়েছি ।"

আরও পড়ুন: টিকিটের চাহিদা তুঙ্গে! আসরে রাজ্যপাল, রাজভবন এখন 'জনতা স্টেডিয়াম'

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার এই ম্যাচটিকে অনেকেই বলছেন চলতি বিশ্বকাপের ফাইনালের ড্রেস রিহার্সাল । দ্রাবিড় সহমত নন । তাঁর পরিষ্কার জবাব, "কী বলা হচ্ছে আমরা তা নিয়ে চিন্তিত নই । রবিবারের ম্যাচটা আমাদের কাছে লিগের আরেকটা ম্যাচ মাত্র । এই ম্যাচের পরেও আমাদের দু'টো ম্যাচ বাকি থাকবে । আমেদাবাদে পৌঁছনোর জন্য যা করা উচিত সেটাই করব ৷" রবিবারের ম্যাচ আবার বিরাট কোহলির জন্মদিনে । কোহলির 49তম সেঞ্চুরির দিকে তাকিয়ে পুরো দেশ । সচিনের বিরাট রেকর্ড কি জন্মদিনেই ভাঙবেন রানমেশিন ? দ্রাবিড় বলেন, "কোহলি দারুণ মনোযোগী । শতরানের চেয়েও দলের জয়কেই প্রাধান্য দিচ্ছে ও । কাপ জয়ই একমাত্র লক্ষ্য ।"

আরও পড়ুন: ফখরের বিধ্বংসী শতরান, ডাকওয়ার্থ-লুইসে বিশ্বকাপে টিকে থাকার অক্সিজেন পেলেন বাবররা

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমার দাবি, ভারতীয় দলের ছ'নম্বর বোলারের অভাব রয়েছে । বিষয়টি মেনে নিয়ে দ্রাবিড় বলেন, "হ্যাঁ ছ'নম্বর বোলার নেই । কিন্তু তা না থাকা সত্ত্বেও আমরা আগের ম্যাচ গুলোতে জিতেছি । পাঁচ বোলারের ওপর আস্থা রাখছি । প্রয়োজন হলে অনেকেই হাত ঘোরাবার জন্য তৈরি রয়েছে ।" ইডেনের পিচ দেখে খুশি ভারতীয় দল । একইভাবে কলকাতার আবহাওয়া এবং কুয়াশা নিয়েও চিন্তিত নন তিনি।

Last Updated : Nov 5, 2023, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.