ETV Bharat / sports

ICC World Cup 2023: মন্ত্রপূত বল ছুঁড়ে ইমাম 'বধ' হার্দিকের ? সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2023, 3:53 PM IST

Updated : Oct 14, 2023, 4:23 PM IST

ICC World Cup 2023
মন্ত্রপুত বল ছুঁড়ে ইমাম বধ হার্দিকের

মন্ত্রপূত বল ছুঁড়েই নাকি ইমাম-উল হককে আউট করেছেন হার্দিক পান্ডিয়া ৷ সোশাল মিডিয়া তাঁর রান-আপের একটি ছবি শেয়ার করে এমনটাই দাবি তুলছেন নেটিজেনরা ৷

আমেদাবাদ,14 অক্টোবর: একজন বোলারের কাছে বলই যে তাঁর সবচেয়ে বড় অস্ত্র এই নিয়ে কোনও সন্দেহ নেই ৷ তা সে সমালোচকদের মুখ বন্ধ করতেই হোক দাপুটে ব্যাটারকে ঘরে ফেরাতে ৷ মন্ত্রপূত বাণ ছুঁড়ে শত্রু বধের কথা শোনা যেত পুরাণে ৷ রামচন্দ্র রাবণ বধে ব্যবহার করেছিলেন ব্রহ্মাস্ত্র ৷ তেমনই এবার হার্দিককেও দেখা গেল বল নিয়ে প্রার্থনা করে বোলিং শুরু করতে ৷ বল হাতে হার্দিকের রান-আপের একটি ছবি ভাইরাল হয়েছে সোশালে ৷ সেখানে দেখা যায় বল হাতে প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি ৷ নেটপাড়ার অনুরাগীদের দাবি এই দৃশ্য় নাকি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচের ৷ আর এই প্রার্থনার পর সেই মন্ত্রপূত বল ছুঁড়েই নাকি তিনি তুলে নিয়েছেন ইমাম-উল হকের উইকেট ৷

প্রসঙ্গত, এদিন 36 রানে ইমামকে ড্রেসিংরুমে ফেরান তিনি ৷ হার্দিকের বল ব্য়াটের কানায় লেগে চলে যায় উইকেট কিপার কে এল রাহুলের হাতে ৷ রাহুলও ক্যাচটি দস্তানাবন্দি করতে কোনও ভুল করেননি ৷ এই ঘটনার আগেই নাকি ওই কাণ্ড করেন হার্দিক ৷ তেমনই দাবি করে এক নেটিজেন লেখেন, "হার্দিক পাণ্ডিয়ার বলে মন্ত্র ৷ আর পরের বলেই ইমাম উল হক আউট ৷"

প্রসঙ্গত, ডেলিভারির আগে হাতের বলটিকে চুম্বন করে রান-আপ শুরু করতে দেখা যেত শ্রীলঙ্কার স্টার পেসার লসিথ মালিঙ্গাকে ৷ ক্রিকেটারদের ক্ষেত্রে এমন ঘটনা নতুন কিছু নয় ৷ তবে হার্দিকের এই নতুন ছবি নিয়ে ইতিমধ্য়েই জল্পনা শুরু হয়ে গিয়েছে সোশালে ৷ কেউ শেয়ার করছেন 'রামায়ণ' ধারাবাহিকের কোনও কোনও দৃশ্য ৷ কেউবা বেশ মজা পেয়েছেন এই দৃশ্য দেখে ৷

আরও পড়ুন: মেগা ম্যাচে সাজঘরে পাকিস্তানের দুই ওপেনার, চাপে বাবররা

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে শনিবার অষ্টম ম্যাচ খেলছে ভারতীয় দল ৷ এর আগে পর্যন্ত 7 বারই ভারত জয় তুলে নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে ৷ এবারও কি পারবেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা ৷ সে দিকে তাকিয়ে দেড়শো কোটি দেশবাসী ৷

Last Updated :Oct 14, 2023, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.