ETV Bharat / sports

Ponting backs Virat: 'চ্যাম্পিয়নরা ফেরার রাস্তা চেনে', কোহলির কামব্যাকের অপেক্ষায় পান্টার

author img

By

Published : Mar 7, 2023, 5:32 PM IST

ক্যালেন্ডারের হিসেব বলছে, 4 বছর আগে শেষ তিন অঙ্কের রান এসেছিল বিরাট কোহলির ব্যাটে । তারপর থেকে সে অর্থে আর কথাই বলেনি বিরাট-ব্যাট । তা সত্ত্বেও কোহলির ওপর থেকে ভরসা হারাচ্ছেন না রিকি পন্টিং (Ricky Ponting says Virat Kohli will bounce back) ।

Etv Bharat
Etv Bharat

আমেদাবাদ, 7 মার্চ: বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy) এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি বিরাট কোহলি । ক্রিকেটে সবচেয়ে কুলীন ফরম্যাটে শেষবার কোহলির ব্যাটে অর্ধশতরান এসেছিল ঠিক 15টি ইনিংস আগে । শতরান করেছিলেন 43টি ইনিংস আগে, 2019 এর নভেম্বরে । তারপর করোনার প্রকোপে কেঁপেছে বিশ্ব, অতিমারীর আতঙ্কও কেটে গিয়েছে । এই পরিসংখ্যান দেখেও কোহলিকে 'শেষ' বলতে রাজি নন রিকি পন্টিং (Kohli will bounce back says Ricky Ponting) ।

অজিদের বিরুদ্ধে শেষ তিন টেস্টে বিরাট ব্যাটে এসেছে 111 রান । গড় 22.2 । 5 ইনিংসে বাইশ গজে নামার সুযোগ পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটার, মেরেছেন মাত্র 13টি ছয় । পন্টিংয়ের কথায়, বিরাটকে নিয়ে এখনও ভাবার কোনও কারণ নেই । চ্যাম্পিয়নরা সবসময় নিজেদের ফিরে আসার রাস্তা খুঁজে নেয় । এই সময়টা কিছুদিনের । দ্বিতীয়ত, এই সিরিজে কারও ফর্মের দিকে না-তাকানোই ভালো । কারণ, তিন টেস্টের পিচই ব্যাটারদের কাছে কার্যত দুঃস্বপ্ন বয়ে এনেছে (Ricky Ponting on Virat Kohli form) ।

আরও পড়ুন: ‘মাস্ট উইন’ আমেদাবাদ টেস্টে দলে ফিরছেন শামি

অস্ট্রেলিয়াকে শেষ টেস্টে হারালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া । সেক্ষেত্রে ওভালে অজিদের বিপক্ষেই নামতে হবে রোহিত-কোহলিদের । অ্যাসেজে বহুবার নামার সুবাদে ওভালের বাইশ গজ সম্পর্কে পান্টার যথেষ্ট ওয়াকিবহাল । সীমিত ফরম্যাটে বিশ্বজয়ী অধিনায়কের পরামর্শ, ভারতকে ব্যাটিং অর্ডার পরিবর্তন করতে হবে (Ricky Ponting says Virat Kohli will bounce back) ।

ক্যাঙারুদের সবচেয়ে সফল অধিনায়ক বলেন, "কেএল রাহুলের মতো খেলোয়াড় দলের বাইরে চলে গিয়েছে (Ricky Ponting on KL Rahul) । তাঁর বদলে শুভমন গিল এসেছে । ওভালে দু'জনকেই একাদশে রাখা যেতে পারে । তৃতীয় টেস্টে গিল দলের আসার আগে নাগপুর ও দিল্লিতে প্রথম দুই টেস্টের তিনটি ইনিংসে মাত্র 38 রান করেছিলেন রাহুল । ফলে তাঁকে বসিয়ে দেওয়া হয় । যদিও মাথায় রাখতে হবে, 7টি টেস্ট সেঞ্চুরির মধ্যে দুটি'ই ইংল্যান্ডের মাটিতে করেছেন কেএল । ইংল্যান্ডে দিনের বেলায় দীর্ঘ সময় ধরে বল সুইং করে । সেদিকেও নজর রাখতে হবে ভারতকে ।"

আরও পড়ুন: ফিরছেন না কামিন্স, চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.