ETV Bharat / sports

Sourav Wishes Roger: নতুনকে শুভেচ্ছা বিদায়ী বোর্ড সভাপতির, যাওয়ার বেলায় রজারকে যা বললেন সৌরভ

author img

By

Published : Oct 18, 2022, 8:30 PM IST

মঙ্গলবার মুম্বইয়ে অনুষ্ঠিত বোর্ডের 91তম বার্ষিক সাধারণ (91st BCCI AGM) সভায় সরকারিভাবে সেই দায়িত্ব তুলে নিলেন 1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৷ সভায় উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ নয়া বোর্ড সভাপতিকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছাও জানালেন বিদায়ী (Sourav Ganguly wishes all the best to Roger Binny) ৷

Sourav Wishes Roger
যাওয়ার বেলায় রজারকে যা বললেন সৌরভ

মুম্বই, 18 অক্টোবর: সুপ্রিম নির্দেশে তাঁর দ্বিতীয়বার বোর্ড সভাপতির পদে বসতে কোনও বাধা ছিল না ৷ কিন্তু বিসিসিআই'য়ের মসনদে টানা দ্বিতীয়বার থাকা হল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ৷ বাংলার মহারাজ বোর্ডের অন্তর্বর্তী রাজনীতির শিকার কি না, তা নিয়ে বিতর্ক চলতেই থাকবে ৷ কিন্তু ঘটনা হচ্ছে বোর্ড প্রধান হিসেবে আপাতত ভারতীয় ক্রিকেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সামলাবেন রজার বিনি (Roger Binny) ৷ মঙ্গলবার মুম্বইয়ে অনুষ্ঠিত বোর্ডের 91তম বার্ষিক সাধারণ (91st BCCI AGM) সভায় সরকারিভাবে সেই দায়িত্ব তুলে নিলেন 1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য ৷ সভায় উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ নয়া বোর্ড সভাপতিকে নতুন ইনিংসের জন্য শুভেচ্ছাও জানালেন বিদায়ী প্রেসিডেন্ট (Sourav Ganguly wishes all the best to Roger Binny) ৷

সৌরভ বলেন, "রজারের জন্য আমার সবটুকু শুভেচ্ছা রইল ৷ নয়া গ্রুপ ভারতীয় ক্রিকেটকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বলেই আমার বিশ্বাস ৷ ভারতীয় ক্রিকেট ভীষণই শক্তিশালী, তাই আমি ওদের সৌভাগ্য কামনা করছি ৷" বিসিসিআই'য়ের মসনদ হারালেও প্রশাসক হিসেবে ক্রিকেটকে সেবা করে যাবেন 'প্রিন্স অফ ক্যালকাটা' ৷ সেক্ষেত্রে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফের 'দাদা'-কে দেখতে পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা ৷

দ্বিতীয়বার বোর্ড সভাপতির পদে আসীন হতে না-পারলেও তাঁর সময়কালে ভারতীয় ক্রিকেটের সাফল্যের খতিয়ান সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে তুলে ধরেন সৌরভ ৷ বোর্ডের সদ্য-প্রাক্তন সভাপতি সেখানে বলেন, "বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে পাঁচ বছর দায়িত্ব সামলেছি আমি ৷ বিসিসিআই সভাপতি হিসেবেও কয়েক বছর দায়িত্ব সামলে ফেললাম ৷ এত সব দায়িত্ব সামলানোর পর আপনাকে তো দায়িত্ব ছাড়তেই হবে ৷"

আরও পড়ুন: বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি

সৌরভ আরও বলেন, "একজন ক্রিকেট প্রশাসক হিসেবে তোমার সবসময় চেষ্টা থাকবে দলের ভালোর জন্য যথাসাধ্য অবদান রাখা ৷ প্রশাসক হিসেবে আমি সময়টাকে দারুণভাবে উপভোগ করেছি ৷ ক্রিকেটার হোক বা প্রশাসক কেউ কোনওপদে চিরকাল স্থায়ী হতে পারে না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.