ETV Bharat / sports

ICC World Cup 2023: পয়েন্ট তালিকায় সবার নিচে অস্ট্রেলিয়া! বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পাঁচবারের চ্যাম্পিয়ন

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2023, 12:45 PM IST

Australia vs Sri Lanka in ICC Cricket World Cup: পরপর দু’ম্যাচ হেরে সবার নিচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৷ পরিস্থিতি যা, তাতে এখান থেকে সব ম্যাচ জিতলেই ক্রিকেট বিশ্বকাপের প্রথম চারের দৌড়ে টিকে থাকবে অজিরা ৷ কিন্তু, সেখানেও চিন্তা দলের প্রায় সব বিভাগের খারাপ পারফর্ম্যান্স ৷

Image Courtesy: Twitter/X
Image Courtesy: Twitter/X

লখনউ, 16 অক্টোবর: ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পয়েন্ট তালিকায় সবার নিচে অস্ট্রেলিয়া ৷ রবিবার বিশ্বকাপের আরও এক অঘটন ঘটিয়েছে আফগানিস্তান ৷ ইংল্যান্ডকে 69 রানে হারিয়ে পয়েন্ট তালিকায় 6 নম্বরে কাবুলিওয়ালার দেশ ৷ আর সেখানেই পাঁচবারের বিশ্ব চ্য়াম্পিয়নরা ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় একেবারে নিচে ৷

ক্রিকেট যেমন আনন্দ দেয়, তেমনি মাঝে মধ্যে এই খেলাই হয়ে ওঠে নিষ্ঠুর ৷ তাই তো ক্রিকেট দেবতার প্রিয় শিষ্য অস্ট্রেলিয়া টুর্নামেন্টের শুরু থেকেই অথৈ জলে ৷ আর সেই নিষ্ঠুরতার সাক্ষী থাকতে হচ্ছে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে ৷ তাই রবিবারের সাংবাদিক বৈঠকে প্যাট কামিন্সকে বলতে শোনা গেল, তাঁদের কাছে এখন লিগের সব ম্যাচই ফাইনালের সমান ৷ আজ লখনউয়ে একানা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে অজিরা ৷

এই মাঠেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে 134 রানের বড় হারের মুখ দেখেছে ক্যাঙারুরা ৷ যেখানে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনারের সামনে ধরাশায়ী হয়ে যায় অজিদের তাবড় ব্যাটি লাইন-আপ ৷ এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার তুলনামূলক শক্তিশালী স্পিন আক্রমণের সামনে আজ বড় পরীক্ষা স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের ৷ এই মুহূর্তে 10 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৷ সেখান থেকে প্রথম চারের লড়াই এভারেস্ট চড়ার সমান হতে পারে তাদের কাছে ৷ এখনও, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মতো দলের সঙ্গে খেলা বাকি ৷ এই দলগুলি অস্ট্রেলিয়াকে আরও চাপে ফেলতে পারে ৷

আরও পড়ুন: অনায়াসে পাক-বধের রহস্য কী ? ড্রেসিংরুমের রহস্যভেদ সহ-অধিনায়ক হার্দিকের

ইতিমধ্যে, অস্ট্রেলিয়া শিবির থেকে পাওয়া খবর অনুযায়ী, খুব দ্রুত বাঁ-হাতি আগ্রাসী ওপেনার ট্রাভিস হেড চোট সারিয়ে বিশ্বকাপে নামবেন ৷ তিনি দলে এলে অজিদের ব্যাটিং অনেকটাই মজবুত হবে ৷ সেক্ষেত্রে গত দুই ম্যাচে চূড়ান্ত ব্যর্থ মিচেল মার্শকে বাইরে যেতে হতে পারে ৷ টপ-অর্ডারে ওয়ার্নার ফর্মে রয়েছেন ৷ স্টিভ স্মিথ, মারনাস লাবুশান ফর্মে থাকলেও বিশ্বকাপের দুই ম্যাচে রান পাননি ৷ যা অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্টকে চিন্তায় রেখেছে ৷ আর সেখানেই বাড়তি চাপ দলের বোলিং এবং ফিল্ডিং ৷ গত ম্যাচে 5টি ক্যাচ ফেলেছিল অজি ফিল্ডাররা ৷ এই সব মিলিয়ে বিশ্বকাপের বাকি নিজেদের প্রমাণ করার লড়াই ক্যাঙারুদের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.