ETV Bharat / sports

ঘূর্ণি পিচে দিন-রাতের টেস্ট, জানালেন রোহিত

author img

By

Published : Feb 22, 2021, 1:37 PM IST

পিচ সমালোচকদের যোগ্য জবাব দিয়ে রোহিত বলেন, ভারতে অনেক আগে থেকেই এমন পিচ তৈরি করা হয় । প্রত্যেকেই তাদের ঘরোয়া মাঠের সুবিধা নিয়ে থাকে ।

rohit
rohit

আহমেদাবাদ, 22 ফেব্রুয়ারি : মোতেরায় তৃতীয় টেস্টে ইংল্যান্ড ঘূর্ণি পিচ পেতে চলেছে । এমনটাই জানালেন ভারতীয় ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা । দ্বিতীয় টেস্টে চেন্নাইয়ে ঘূর্ণি পিচ থাকায় সমালোচনা শুরু হয়ে । চেন্নাইয়ের পিচেই দুরন্ত 161 রানের ইনিংস খেলেন রোহিত । এই ইনিংসই মূলত ভারতের জয়ের ভিত গড়ে দেয় । চেন্নাই পিচ নিয়ে বিতর্ক হওয়ার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না রোহিত ।

সমালোচকদের যোগ্য জবাব দিয়ে রোহিত বলেন, ভারতে অনেক আগে থেকেই এমন পিচ তৈরি করা হয় । তিনি মনে করেন না পিচে কোনও পরিবর্তন করা হচ্ছে কিংবা কোনও পরিবর্তনের প্রয়োজন আছে । প্রত্যেকেই তাদের ঘরোয়া মাঠের সুবিধা নিয়ে থাকে । বিদেশের মাঠে গেলেও তারা নিজেদের সুবিধা অনুসারে পিচ বানায় এবং সেখানেও অনেক ক্ষেত্রে সমস্যায় পড়তে হয় । হিটম্যানের কথায়, যখন অন্য দেশে পিচ তৈরির সময় ভারতীয় দলের কথা ভাবা হয় না, তাহলে ভারতীয় দলই বা কেন নিজেদের ছেড়ে অন্য দলের কথা ভাববে ।

প্রথম দুই টেস্ট চেন্নাইয়ের চিপকে অনুষ্ঠিত হয় । প্রথম টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় টেস্টে ভারত জয়লাভ করে । মোতেরার পিচের বিষয়ে রোহিত বলেন, পিচের বিষয়ে কথা বলার জন্য সময়টা খুব জলদি । তবু পিচে খুব বেশি পরিবর্তন যে হবে না, সে বিষয়ে জানিয়ে দেন তিনি । কম বেশি চিপকের দ্বিতীয় টেস্টের পিচের মতোই মোতেরার পিচ থাকবে । পিচে ঘূর্ণি থাকবে, সেই অনুযায়ী ভারতীয় দল প্রস্তুতিও নিচ্ছে সে কথাও স্পষ্ট করেন রোহিত ।


আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ়ের দল ঘোষণা ভারতের

মোতেরার পিচে বহুদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলা না হওয়ায় পিচ সেই সময় কেমন ব্যবহার করবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে একটা । 2014 সালের পর থেকে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হয়নি । পুনর্নির্মাণের পর সর্দার বল্লভভাই প্যাটেল স্টেডিয়ামে 1 লাখ 10 হাজার আসন সংখ্যা হয়, যা বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়ামে পরিণত হয় । ভারতীয় তারকা ব্যাটসম্যান এই মাঠে দর্শকদের সামনে খেলতে উৎসুক । এবিষয়ে রোহিত বলেন, এই মাঠে দর্শক এসে দিন রাতের খেলা দেখবে, বিষয়টি ভেবেই আনন্দ হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.