ETV Bharat / sports

David Willey: বাদ পড়েছিলেন সেন্ট্রাল চুক্তি থেকে, এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডেভিড উইলির

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 3:41 PM IST

Updated : Nov 1, 2023, 3:57 PM IST

David Willey will Retires After World Cup: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ড অল-রাউন্ডার ৷ বিশ্বকাপ শেষ হলেই আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট খেলা ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন বাঁ-হাতি বোলিং অল-রাউন্ডার ৷

Image Courtesy: England Cricket X
Image Courtesy: England Cricket X

বেঙ্গালুরু, 1 নভেম্বর: বিশ্বকাপ শেষ হলেই আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটকে বিদায় জানাবেন ডেভিড উইলি ৷ আজ হঠাৎই ইংল্যান্ডের এই বাঁ-হাতি বোলিং অল-রাউন্ডার তাঁর সোশাল মিডিয়া পেজে একটি বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়েছেন ৷ তবে, বিশ্বকাপে দলের অপ্রত্যাশিত খারাপ পারফর্ম্যান্সের কারণে তিনি এই সিদ্ধান্ত নিচ্ছেন না বলে দাবি করেছেন ৷ উল্লেখ্য, কয়েকদিন আগেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের সেন্ট্রাল চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে ৷ সেখানে উইলির নাম বাদ গিয়েছে ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ৷

ডেভিড উইলি তাঁর পোস্টে লিখেছেন, ‘‘আমি কখনও চাইনি এই দিনটা আসুক ৷ ছোটবেলা থেকে স্বপ্ন দেখে এসেছি, ইংল্যান্ডের জার্সিতে ক্রিকেট খেলব ৷ তাই খুব চিন্তাভাবনা ও বিবেচনা করেছি ৷ এটা আক্ষেপের সঙ্গে জানাচ্ছি যে, আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে আমার অবসর নেওয়ার সময় হয়ে গিয়েছে ৷ বিশ্বকাপের পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি ৷’’

33 বছরের ব্রিটিশ এই ক্রিকেটার থ্রি-লায়ন্সের হয়েছে সাদা বলের ক্রিকেট দলে নিয়মিত সদস্য ৷ কিন্তু, বিশ্বকাপের পর তিনি যে আর ইংল্যান্ড দলের সদস্য থাকবেন না, তা ভালোই বুঝে ছিলেন সেন্ট্রাল চুক্তির তালিকায় নাম না থাকায় ৷ ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলার অনুভূতি নিয়ে উইলি বলেন, ‘‘আমি গর্বের সঙ্গে এই জার্সিটা পড়েছি ৷ সেই সঙ্গে আমার বুকে থাকা ব্যাজটার জন্য মাঠে নিজেরে সবটুকু উজার করে দিয়েছি সর্বদা ৷ আমি খুব ভাগ্যবান যে, ইংল্যান্ডের অসাধারণ সাদা বলের ক্রিকেট দলের সদস্য থাকতে পেরেছি ৷ এমনকী বিশ্বের অন্যতম সেরা কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে খেলেছি ৷’’

আরও পড়ুন: কখনও ভাবিনি আমি এত রান ও সেঞ্চুরি করব: বিরাট

তবে, অবসরের আগে পর্যন্ত বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে নিজের সেরাটা উজার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উইলি ৷ আর তা মাঠে হোক বা মাঠের বাইরে, সর্বদা দলের হয়ে তিনি থাকবেন বলে জানিয়েছেন ৷ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী 4 নভেম্বর আমেদাবাদে ৷ সেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ৷ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ ব্রিটিশদের ৷ তবে, অজিদের বিরুদ্ধে এই ম্যাচ তাঁদের আত্মসম্মানের ৷ তাই সেখানে সেরাটা উজার করে দেওয়ার চেষ্টা অবশ্য়ই করবে বিধ্বস্ত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৷

Last Updated :Nov 1, 2023, 3:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.