ETV Bharat / sports

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পন্টিংয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি কোহলির সামনে

author img

By

Published : Aug 22, 2019, 2:33 PM IST

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আসন্ন দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারত অধিনায়ক ভাঙতে পাড়েন প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিংয়ের একটি রেকর্ড ৷

ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে পন্টিংয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি কোহলির সামনে

অ্যান্টিগা, 22 অগাস্ট : ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি ৷ এবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত আসন্ন দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারত অধিনায়ক ভাঙতে পাড়েন প্রাক্তন অজ়ি অধিনায়ক রিকি পন্টিংয়ের একটি রেকর্ড ৷ দু'টি টেস্টের চারটি ইনিংসে অন্তত একটি সেঞ্চুরি করতে পারলেই কোহলি ছুঁয়ে ফেলবেন ক্যাপ্টেন হিসাবে রিকি পন্টিংয়ের 19টি শতরান করার রেকর্ড ৷

এপর্যন্ত 77টি টেস্ট মোট 25টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি ৷ তার মধ্যে 18টি টেস্ট সেঞ্চুরি করেছেন ক্যাপ্টেন হিসাবে ৷ রিকি পন্টিং তাঁর 41টি টেস্ট শতরানের মধ্যে 19টি করেছিলেন অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দিতে নেমে ৷ অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2টি টেস্টে অন্তত দু'টি শতরান করলে পন্টিংয়ের রেকর্ড টপকে যাবেন ভারত অধিনায়ক ৷

যদিও ক্যাপ্টেন হিসাবে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের দখলে ৷ তিনি প্রোটিয়া দলকে নেতৃত্ব দিতে নেমে মোট 25টি টেস্ট সেঞ্চুরি করেছেন ৷ রিকি পন্টিং রয়েছেন সেই তালিকার দ্বিতীয় স্থানে ৷ কোহলি আপাতত তিন নম্বরে দাঁড়িয়ে রয়েছেন ৷

ওয়েস্ট ইন্ডিজ় সফরের দু’টি সীমিত ওভারের সিরিজে অপরাজিত থেকে ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলতে নামছে টিম ইন্ডিয়া ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দু'ম্যাচের টেস্ট সিরিজ়ে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভারতের নির্ভরযোগ্য অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজাও ৷ অন্তত 8টি উইকেট নিতে পারলে টেস্টে 200 উইকেটের মাইল ফলক ছুঁয়ে ফেলবেন তিনি ৷ সেক্ষেত্রে দশম ভারতীয় হিসেবে টেস্ট ক্রিকেটে 200 উইকেট ক্লাবের সদস্য হবেন তিনি ৷ রবিচন্দ্রন অশ্বিনের পর তিনি ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসাবে এই কৃতিত্ব অর্জন করবেন ৷

New Delhi, Aug 22 (ANI): Karti Chidambaram arrived at Delhi Airport from Chennai on August 22. His father P Chidambaram was arrested by Central Bureau of Investigation (CBI), on Aug 21. "I have never met Peter Mukerjea, I have never met Indrani Mukerjea in my life. The only time, I have seen Indrani was when CBI took me to confront her. I have had no interaction with anyone directly or indirectly connected with their company."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.