ETV Bharat / sports

টানা তিন ম্যাচে হারের অনুভূতিটা ভয়ংকর, বলছেন এবি

author img

By

Published : Nov 1, 2020, 9:00 AM IST

Updated : Nov 1, 2020, 10:23 AM IST

টানা তিন ম্যাচে হারের অনুভূতিটা ভয়ঙ্কর, বলছেন এবি
টানা তিন ম্যাচে হারের অনুভূতিটা ভয়ঙ্কর, বলছেন এবি

একটা জয় পেলেই শেষ চার নিশ্চিত করে ফেলতে পারত 14 পয়েন্টে থাকা RCB । কিন্তু সে গুড়ে বালি । সেখান থেকে পরপর তিনটি ম্যাচে হারের মুখে দেখতে হল তাদের ।

শারজা, 1 নভেম্বর : প্লে অফে ওঠার দোরগোড়ায় দাঁড়িয়ে পরপর তিন ম্যাচে হার । বিষয়টি হজম করতে পারছেন না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স । গতকালই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে 5 উইকেটে হেরেছে RCB । ফলে 14 পয়েন্টে থাকা কোহলিরা প্লে অফে ওঠার পথটা জটিল করে ফেলল ।

টুর্নামেন্টের প্রথমদিকে আর পাঁচটা মরশুমের মতোই মনে হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে । কিন্তু প্রতিবারের মতো এবারও সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি বিরাটদের । বরং কোহলি-ডিভিলিয়ার্সরা শেষ চারে ওঠার কাছাকাছি দলকে এনে ফেলেন । একটা জয় পেলেই শেষ চার নিশ্চিত করে ফেলতে পারত 14 পয়েন্টে থাকা RCB । কিন্তু সে গুড়ে বালি । সেখান থেকে পরপর তিনটি ম্যাচে হারের মুখে দেখতে হল তাদের ।

হায়দরাবাদের কাছে হারের পর হতাশ প্রোটিয়া ব্যাটসম্যান বলেছেন, "আমরা ম্যাচ নিয়ে অনেক আলোচনা করেছি । ভেবেছিলাম আমরা যা যা করতে পারি সব করেছি । ওরা খুব ভালো বোলিং করেছে । কয়েকটা ভালো ক্যাচ নিয়েছে । ওরা খুব একটা ভুল করেনি । তবে হ্যাঁ, আমরা আরও একটু ভালো খেলতে পারতাম ।" শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিং বিপর্যয়ের দিন যে ক'জন ব্যাটসম্যানের রান দুই অঙ্কের ঘরে পৌঁছায় তাঁদের মধ্যে একজন ডিভিলিয়ার্স । 24 বলে 24 রানের ইনিংস খেলেন তিনি । শনিবারের ম্যাচ সম্পর্কে তিনি বলেন, "এতে লজ্জা পাওয়ার কিছু নেই যে ওরা আমাদের উপর বেশ চাপ সৃষ্টি করেছিল । শারজার উইকেটও ততটা সহজ ছিল না । বেশ মন্থর ছিল । আউটফিল্ডও স্লো ছিল । পাঁচ-ছয়টা বলের ব্যবধানে জস ও আমার উইকেট পড়ে যাওয়াটাই টার্নিং পয়েন্ট । ফলে চাপে পড়ে গেছিল মিডল অর্ডার ।"

সোমবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ ব্যাঙ্গালোরের । শেষ চারে পা রাখতে হলে জিততেই হবে । এবি বলেছেন, "এই টুর্নামেন্টের এটাই প্রকৃতি । যা খুশি হতে পারে । তুমি যদি টানা তিনটি ম্যাচে হারতে পার, তাহলে টানা তিনটিতে জিততেও পার ।"

Last Updated :Nov 1, 2020, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.