ETV Bharat / sports

জুটিতে লুটি, IPL-এ রেকর্ড কোহলি-ডিভিলিয়ার্স পার্টনারশিপের

author img

By

Published : Oct 13, 2020, 1:31 PM IST

জুটিতে লুটি, IPL-এ কোহলি-ডিভিলিয়ার্সের পার্টনারশিপ গড়ল রেকর্ড
জুটিতে লুটি, IPL-এ কোহলি-ডিভিলিয়ার্সের পার্টনারশিপ গড়ল রেকর্ড

নাইটদের বিরুদ্ধে এবি-কোহলি মিলে 47 বলে 100 রানের পার্টনারশিপ গড়েন ৷ আর এতেই প্রথম জুটি হিসেবে IPL-এ দশবার 100 রানের পার্টনারশিপ গড়লেন তাঁরা ৷

শারজা, 13 অক্টোবর : প্রথমদিকে দুশোর কমে রান উঠছিল না ৷ কিন্তু শারজার উইকেট ধীরে ধীরে মন্থর হতে শুরু করেছে ৷ সোমবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই উইকেটে রান তুলতে বেগ পেতে হয়েছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকেও ৷ তবুও RCB-র স্কোরবোর্ডে মাত্র 2 উইকেট হারিয়ে উঠল 194 রান ৷ যার পিছনে রয়েছে এবি ডিভিলিয়ার্সের অতিমানবীয় ইনিংস ৷ যে উইকেটে কোহলির ব্যাটে বলে সংযোগই ঘটছিল না সেখানে 33 বলে 73 রানের ইনিংস খেললেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ৷ ম্যাচ শেষে এবির প্রশংসায় পঞ্চমুখ কোহলি বললেন, "আমরা সবাই স্ট্রাগল করেছি, শুধু একজন সুপারম্যান ছাড়া ৷"

পাঁচটি বাউন্ডারি ও ছয়টি ওভার বাউন্ডারির সাহায্যে 73 রানের ইনিংস খেলেন এবি ৷ ম্যাচ শেষে ডিভিলিয়ার্সের এই ইনিংস সম্পর্কে কোহলি বলেন, "একজন সুপারম্যান ছাড়া প্রতিটি ব্যাটসম্যানের এই পিচে রান তুলতে কালঘাম ছুটেছে ৷ ভেবেছিলাম 165-র আশপাশে রান উঠবে ৷ কিন্তু আমরা তুললাম 194 রান ৷ কারণটা আপনারা সবাই জানেন ৷ এটা সত্যিই অবিশ্বাস্য ৷"

সোমবার শারজায় রেকর্ড গড়েছে এবি-কোহলির পার্টনারশিপ ৷ নাইটদের বিরুদ্ধে দু'জনে মিলে 47 বলে 100 রানের পার্টনারশিপ গড়েন ৷ যদিও তার বেশিরভাগটাই এল ডিভিলিয়ার্সের ব্যাটিং থেকে ৷ শেষ পাঁচ ওভারে দু'জনের ব্যাটে আসে 83 রান ৷ আর এতেই প্রথম জুটি হিসেবে IPL-এ দশবার 100 রানের পার্টনারশিপ গড়লেন তাঁরা ৷ এই দশবারের মধ্যে কলকাতার বিরুদ্ধে তিনবার 100 রানের পার্টনারশিপ গড়েছেন কোহলি-এবি ৷ তিনবার দিল্লির বিরুদ্ধে ৷ সবমিলিয়ে IPL-এ তিনহাজার রানের পার্টনারশিপ গড়েছেন দু'জনে ৷

IPL-এ তিনহাজার রানের পার্টনারশিপ গড়েছেন দুজনে
IPL-এ তিনহাজার রানের পার্টনারশিপ গড়েছেন দুজনে

দ্বিতীয় সর্বাধিক 100 রানের পার্টনারশিপের সঙ্গেও জড়িয়ে রয়েছে কোহলি ও RCB ৷ বিরাট ও প্রাক্তন RCB ব্যাটসম্যান ক্রিস গেইলের 100 রানের নয়টি পার্টনারশিপ রয়েছে ৷ এই জুটির রানসংখ্যা 2,782 ৷ এরপরেই রয়েছে ওয়ার্নার-ধাওয়ান ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দু'জন 2,357 তুলেছে ৷

নাইটদের বিরুদ্ধে দুজনে মিলে 47 বলে 100 রানের পার্টনারশিপ গড়েন
নাইটদের বিরুদ্ধে দুজনে মিলে 47 বলে 100 রানের পার্টনারশিপ গড়েন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.