ETV Bharat / sports

তালি-থালি বাজিয়ে সচিন-রানিদের "থ্যাঙ্ক ইউ"

author img

By

Published : Mar 22, 2020, 9:34 PM IST

Updated : Mar 22, 2020, 9:44 PM IST

janata curfew
তালি আর থালি বাজিয়ে সচিন-রানিদের "থ্যাঙ্ক ইউ"

বাড়ির ব্যালকনি থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের উদ্দেশে হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ তালি থেকে থালি বাজিয়ে সুরেশ রায়না, মহম্মদ কইফ, সুশীল কুমার, রানি রামপাল, সাইখম মীরাবাঈ চানুরাও এতে অংশ নিলেন

মুম্বই, 22 মার্চ: প্রধানমন্ত্রীর ডাকে জনতা কারফিউ ব্যাপকভাবে সাড়া ফেলেছে গোটা দেশে ৷ মারণ ভাইরাসের মোকাবিলায় একজোট গোটা দেশ ৷ আর বিকেল পাঁচটা বাজতেই তালি বাজিয়ে জরুরি পরিষেবার সঙ্গে যু্ক্তদের ধন্যবাদ জানিয়েছে দেশবাসী ৷ ক্রীড়া জগতের তারকারাও এতে অংশ নিলেন ৷ বাড়ির ব্যালকনি থেকে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের উদ্দেশে হাততালি দিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ৷ তালি থেকে থালি বাজিয়ে সুরেশ রায়না, মহম্মদ কইফ, সুশীল কুমার, রানি রামপাল, সাইখম মীরাবাঈ চানুরাও এতে অংশ নিলেন ৷

বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে হাততালি দেওয়ার ভিডিয়ো টুইট করেন সচিন তেন্ডুলকর ৷ মাস্টার ব্লাস্টার বললেন, "ঘরে থেকেও আজ একজোট গোটা দেশ ৷ আমরা যখন ঘরে ছিলাম তখন অনেকে নিঃস্বার্থভাবে নিজেদের কাজ করে গিয়েছেন ৷ তাঁদের সকলকে ধন্যবাদ ৷ যে নিয়মানুবর্তিতা ও প্রতিশ্রুতি পালন করার ইচ্ছে আজ আমরা দেখিয়েছি তা যেন আগেও বজায় থাকে ৷"

  • Today India came together even while staying in our homes.

    While we are at home there are many who are selflessly performing their duties.

    Thank you to each one of you for putting us before yourself.

    The discipline & commitment we showed today needs to continue.#JantaCurfew pic.twitter.com/Cda4z9L4R7

    — Sachin Tendulkar (@sachin_rt) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন জাতীয় দলের ক্রিকেটার মহম্মদ কইফ লিখলেন, "দেশকে কোরোনা মুক্ত করতে যে বা যাঁরা প্রয়াস চালাচ্ছেন তাঁদের সকলকে ধন্যবাদ ৷"

সুরেশ রায়নার টুইট, "গোটা দেশকে জনতা কারফিউয়ে সাড়া দিতে দেখে গর্ব অনুভব করছি ৷ ধন্যবাদ সেইসব ডাক্তার, নার্স, সেনা, সাপোর্ট স্টাফ, এয়ারপোর্ট স্টাফ সহ সকলকে যাঁরা এই কঠিন সময়ে নিরসলভাবে পরিশ্রম করে যাচ্ছেন ৷"

  • So proud to see the whole nation following the advisories & observing the #JantaCurfew! Thank you all the doctors, nurses, caregivers, armed forces, support staff, airport staff & everyone else out there working relentlessly for us in these difficult times. #IndiaFightsCorona 🙏 pic.twitter.com/WG4J7JiOwv

    — Suresh Raina🇮🇳 (@ImRaina) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • Thank you all the doctors, nurses, caregivers, armed forces, support staff, airport staff & everyone else out there working relentlessly for us in these difficult times. #IndiaFightsCorona 🙏 pic.twitter.com/Uh5je9dBtf

    — Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • I thank all the health-care workers and all the people in the frontline fighting COVID-19. You are the real heroes I salute you 🙏🏽 pic.twitter.com/U9FxPpJCup

    — Bajrang Punia 🇮🇳 (@BajrangPunia) March 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated :Mar 22, 2020, 9:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.