ETV Bharat / sports

হিটম্যানের অর্ধশতরান, প্রথমদিনের শেষে মাত্র 13 রানে পিছিয়ে ভারত

author img

By

Published : Feb 24, 2021, 11:05 PM IST

এর আগে অশ্বিন আর অক্ষরের ঘূর্ণিতে ধরাশায়ী হয় ইংল্যান্ড । প্রথম ইনিংসে 112 রানে গুটিয়ে যায় তারা ।

india-eng pink ball test
india-eng pink ball test

আহমেদাবাদ, 24 ফেব্রুয়ারি : দিনের শুরুতে বল হাতে দাপট দেখিয়েছিলেন অক্ষর-অশ্বিনরা ৷ এবার পালা ব্যাটসম্যানদের ৷ নব নামাঙ্কিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ইঙ্গিত দিচ্ছেন রোহিত শর্মা ৷ তাঁর অর্ধশতরানে প্রথমদিনের শেষে 99 রান তুলেছে ভারত ৷ খুইয়েছে তিনটি উইকেট ৷ ক্রিজে জমে যাওয়া বিরাট কোহলিকে ফেরালেও হিটম্যানের ব্যাটে প্রথম ইনিংসে বড় রানের আশা করছে ভারত ৷ সঙ্গে রয়েছেন অজিঙ্ক রাহানে ৷

স্পিনারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 112 রানে গুটিয়ে যায় জো রুটের দল ৷ জবাবে ব্যাট করতে নেমে সূচনাটা ভাল করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ অ্যান্ডারসন, ব্রডদের সামলে দলের স্কোর এগিয়ে নিয়ে যাচ্ছিল এই জুটি ৷ রোহিত-গিলের জুটিতে ভাঙন ধরান জোফ্রে আর্চার ৷ জ্যাক ক্রলির হাতে ক্যাচ দিয়ে 11 রান করে ফেরেন শুভমন ৷ এরপর ক্রিজে নামা চেতেশ্বর পূজারাকে থিতু হওয়ার সময়ই দেয়নি ইংরেজ বোলাররা ৷ জ্যাক লিচের বলে এলবিডব্লিউ হন পূজারা ৷ দিনের শেষভাগে বিরাট কোহলিকেও ফিরিয়েছে ইংল্যান্ড ৷ 3টি বাউন্ডারির সাহায্যে 58 বলে 27 রান করেন বিরাট ৷ ক্রিজে রয়েছেন রোহিত শর্মা (57) ও অজিঙ্ক রাহানে (1) ৷

আরও পড়ুন : মোদি স্টেডিয়ামে গোলাপি ঝড়, 112 রানে গুটিয়ে গেল ইংরেজরা

এর আগে অশ্বিন আর অক্ষরের ঘূর্ণিতে ধরাশায়ী হয় ইংল্যান্ড । প্রথম ইনিংসে 112 রানে গুটিয়ে যায় তারা । টস জেতা বুমেরাং হয় জো রুট বাহিনীর । বাঁ-হাতি অক্ষরের পাঁচ উইকেট মেরুদণ্ড ভেঙে দেয় ইংলিশ ব্যাটিংয়ের । তিন উইকেট নিয়ে গোলাপি বলেও ফের জাদু দেখালেন অশ্বিন ।

এদিকে 27 বছরের অক্ষর প্যাটেল এখনও পর্যন্ত খেলছেন মাত্র দু'টি টেস্ট ৷ আর এই দুটি টেস্টেই এক ইনিংসে দু’বার পাঁচটি করে উইকেট তুলে নিয়ে নজির গড়লেন ৷ ভারতের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিজের প্রথম দুটি টেস্ট এক ইনিংসে পাঁচটি করে উইকেট তুলে নিলেন ৷ আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অক্ষরের পঞ্চম শিকার স্ট্রুয়ার্ট ব্রড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.