ETV Bharat / sports

"BCCI সভাপতি হওয়ার পর সৌরভকে প্রথম শুভেচ্ছা জানিয়েছিলাম"

author img

By

Published : Sep 21, 2020, 7:12 PM IST

পন্টিং এবং সৌরভ তাঁদের খেলার দিনগুলিতে প্রায়শই একে অপরকে টেক্কা দিতেন । ফলে ক্রিকেট মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তীব্র ছিল প্রতিদ্বন্দ্বিতা ।

Ricky Ponting
Ricky ponting

দুবাই, 21 সেপ্টেম্বর : সৌরভ গঙ্গোপাধায়কে সভাপতি নির্বাচন করে BCCI দুর্দান্ত কাজ করেছে। বললেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও বর্তমানে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। 2000 সালে অধিনায়ক নিযুক্ত হয়ে সৌরভ ভারতীয় দলে বিপ্লব ঘটিয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারতীয় দলে একটি হার না মানা মনোভাব তৈরি হয়েছিল । এবং বিশ্বের শীর্ষ দলগুলির বিরুদ্ধে কিছু স্মরণীয় ম্যাচ জিতেছিল সৌরভের ভারত ।

পন্টিং এবং সৌরভ তাঁদের খেলার দিনগুলিতে প্রায়শই একে অপরকে টেক্কা দিতেন । ফলে, ক্রিকেট মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্রতর ছিল । তবে সৌরভের BCCI-এর শীর্ষস্থানে বসা নিয়ে প্রশ্ন করা হলে পন্টিং বলেন, তিনিই প্রথম সৌরভকে শুভেচ্ছা জানিয়েছিলেন ।

একটি ক্রিকেট শো-তে বক্তব্য রাখতে গিয়ে পন্টিং বলেন, “ সৌরভ যখন BCCI-র সভাপতি হন, আমি প্রথম তাঁকে শুভেচ্ছা জানাই । খেলার দিন থেকেই আমাদের মধ্যে দুর্দান্ত সম্পর্ক রয়েছে । আমরা গত মরশুমেও দিল্লি ক্যাপিটালসে একসঙ্গে কাজ করেছি । আমি মনে করি, BCCI ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে দারুণ কাজ করছে । DC ম্যানেজমেন্টের সঙ্গে IPL হওয়ার সম্ভাবনা নিয়ে আমি কয়েক মাস আগেই আলোচনা করছিলাম ।"

সংযুক্ত আরব আমিরশাহিতে বায়ো-সুরক্ষিত প্রোটোকলের অংশ হিসাবে BCCI-এর SOP সম্পর্কেও পন্টিংকে প্রশ্ন করা হয় । পন্টিং বলেন, প্রথমে খেলোয়াড়রা কঠোর নির্দেশিকা অনুসরণ করা শক্ত মনে করেছিলেন । কিন্তু পরের দিকে সব ঠিকঠাক হয়ে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.