ETV Bharat / sports

এবার রাহানেদের প্রশংসায় বিষেণ সিং বেদী

author img

By

Published : Jan 21, 2021, 3:27 PM IST

সামার অব সেভেন্টি ফোরের সদস্য ভেবেছিলেন সামার অব থার্টিসিক্সের ধাক্কায় বর্তমান ভারতীয় দল ভেসে যাবে । কলঙ্কজনক বিকেল ফিরে আসবে ।

former cricketer bishan singh bedi praises indian team after test series win against australia
former cricketer bishan singh bedi praises indian team after test series win against australia

কলকাতা, 21 জানুয়ারি : ব্রিসবেনে ভারতের ঐতিহাসিক জয় মন জিতে নিয়েছে বিষেণ সিং বেদীর ৷ বললেন, এটা ভারতীয় ক্রিকেটের সেরা মুহূর্ত ৷

অস্ট্রেলিয়ান ক্রিকেটের বধ্যভূমি হিসেবে পরিচিত গাব্বার মাঠ ৷ খুব কমই সফরকারী দল এই মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে ৷ গত 32 বছর ধরে গাব্বার মাঠে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া ৷ অজ়িদের সেই গর্বকে দুরমুশ করে দিয়েছে ভারতের 11 জন তরুণ ক্রিকেটার ৷ সামার অব সেভেন্টি ফোরের সদস্য ভেবেছিলেন সামার অব থার্টিসিক্সের ধাক্কায় বর্তমান ভারতীয় দল ভেসে যাবে । কলঙ্কজনক বিকেল ফিরে আসবে । কিন্তু মেলবোর্নে প্রত্যাঘাতের পর গাব্বায় টিম ইন্ডিয়ার সিংহ গর্জনে ক্যাঙ্গারু বাহিনীর পশ্চাতগমন । তাতেই বেদীর চোখে মুগ্ধতা । ফোনের ওপার থেকে আবেগতাড়িত গলায় বললেন, "কোনও সন্দেহ নেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত । পুরো দলকে কুর্নিশ জানাচ্ছি । তবে আমি অধিনায়ক আজিঙ্কে রাহানেকে কৃতিত্ব দিতে চাই । সব শক্তি এবং সম্মান নিয়ে দলকে ঘুরে দাড়াতে উদ্বুদ্ধ করেছে ৷"

এখানেই থামলেন না তিনি । বললেন, "ভারতীয় দল হঠাৎ করেই নিজেদের মান উঁচু তারে বেঁধেছে । চোটের তালিকা দীর্ঘায়িত হলেও তা সামলে এই পারফরম্যান্স কোনও বিশেষণে বর্ণনা করা সম্ভব নয় ।"

একই সঙ্গে সাফল্যের আলোয় উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট ভক্তদের সতর্ক করেছেন বিষেণ সিং বেদী । বলছেন, "আমি আশা করব দ্রুত অদূর ভবিষ্যতে ব্যর্থতার তিক্ততা এলে তা স্বাভাবিকভাবে গ্রহণ করবে সকলে । ক্রিকেট যেভাবে আসে সেভাবেই যেন গ্রহণ করে সকলে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.