ETV Bharat / sports

'দূষিত দিল্লি, T-20 ম্যাচের স্থান বদলান,' সৌরভকে চিঠি পরিবেশকর্মীর

author img

By

Published : Oct 30, 2019, 9:05 AM IST

'দূষিত দিল্লি, T-20 ম্যাচের স্থান বদলান,' সৌরভকে চিঠি পরিবেশকর্মীর

আগামী 3 নভেম্বর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে যখন ম্যাচ হবে, সেই সময় বাতাসে ক্ষতিকারক ধূলিকণার পরিমাণ থাকবে মারাত্মক থেকে বিপজ্জনক, জানান পরিবেশকর্মী জ্যোতি পাণ্ডে ও রবিনা রাজ কোহলি৷

দিল্লি, 30 অক্টোবর : রবিবার ভারতের মুখোমুখি বাংলাদেশ ৷ ম্যাচ হওয়ার কথা অরুণ জেটলি স্টেডিয়ামে ৷ কিন্তু দিল্লির দূষণ মাত্রাছাড়া ৷ নাকাল রাজধানীবাসী ৷ সমস্যায় পড়বেন ক্রিকেটাররাও ৷ এই কথা মাথায় রেখেই টি-20 সিরিজের ম্যাচের আগে পরিবেশবিদদের খোলা চিঠি BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷ তাঁদের অনুরোধ, ম্যাচ যেন অন্য কোথাও স্থানান্তরিত করা হয় ৷ তাঁদের অনুরোধ দেশের ক্রিকেটারদের কথা ভেবেই ৷ ক্ষতি হতে পারে ক্রিকেটারদের স্বাস্থ্যের, এমনটাই জানিয়েছেন তাঁরা চিঠিতে ৷

তিন থেকে চার ঘণ্টা ওই মাঠে খেললে ক্রিকেটাররা অসুস্থ হয়ে পড়তে পারেন৷ দিল্লির দূষিত বাতাসের মারাত্মক প্রভাব পড়তে পারে ক্রিকেটারদের শরীরে৷ পরিবেশবিদরা চিঠিতে উল্লেখ করেছেন এই বিষয়গুলি ৷

আগামী 3 নভেম্বর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে যখন ম্যাচ হবে, সেই সময় বাতাসে ক্ষতিকারক ধূলিকণার পরিমাণ থাকবে মারাত্মক থেকে বিপজ্জনক, জানান পরিবেশকর্মী জ্যোতি পাণ্ডে ও রবিনা রাজ কোহলি৷ তাঁরা চিঠিতে লিখেছেন, 'মারাত্মক দূষণের কারণে ম্যাচের স্থান বদল হোক'৷ বাতাসের ক্ষতিকারক পদার্থের সূচক দেখেই ম্যাচের স্থান নির্দিষ্ট করতেও প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে অনুরোধ জানিয়েছেন তাঁরা ৷

2017 সালের পর থেকেই রাজধানীর বাতাস আরও বেশি দূষিত হতে শুরু করেছে ৷ ওই সালেই শ্রীলঙ্কার ক্রিকেটাররাও সমস্যায় পড়েছিলেন টেস্ট ম্যাচ খেলতে এসে ৷ অক্সিজেন মাস্কও লেগেছিল অনেকের ৷

Hyderabad (Telangana), Oct 30 (ANI): A Ramya, a 17-year-old girl suffering from blood cancer, was made Commissioner of Rachakonda Police for a day on October 29. She was also offered financial support by the officials. Taking charge as Commissioner of Police girl stated that she would like to control law and order problems.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.