ETV Bharat / sports

পূজারা-সুন্দরদের নিয়ে গর্বিত পরিবার

author img

By

Published : Jan 20, 2021, 7:21 PM IST

অভিষেক সিরিজ়ে ভালো পারফর্ম করেছেন ওয়াশিংটন সুন্দর ৷ তামিলনাড়ুর এই অলরাউন্ডারের পরিবার তাঁকে নিয়ে গর্বিত ৷ দেশের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার বাবাও খুশি ছেলের পারফরম্যান্স নিয়ে ৷

পূজারা-সুন্দরদের নিয়ে গর্বিত পরিবার
পূজারা-সুন্দরদের নিয়ে গর্বিত পরিবার

কলকাতা, 20 জানুয়ারি : গাব্বার দুর্গে অস্ট্রেলিয়ার পতন ঘটিয়েছে 'নতুন' ভারতীয় দল ৷ চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানেদের অভিজ্ঞতা আর ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দরদের তারুণ্যের জোশ প্রায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ৷ অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের এই সাফল্য উপভোগ করছে গোটা দেশ ৷ রয়েছে ক্রিকেটারদের পরিবার ও বন্ধুরাও ৷ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থের রুরকির বাড়ির প্রতিবেশীরা দারুণভাবে এই জয় উদযাপন করেছেন ৷ তাঁদের কথায়, ছোটো থেকেই অসম্ভব ভালো পন্থ ৷

অভিষেক সিরিজ়ে ভালো পারফর্ম করেছেন ওয়াশিংটন সুন্দর ৷ তামিলনাড়ুর এই অলরাউন্ডারের পরিবারও তাঁকে নিয়ে গর্বিত ৷ ওয়াশিংটনের বোন শৈলজা সুন্দর বলেন, "ও (সুন্দর) ভালো প্রস্তুতি নিয়েছিল ৷ যে কারণে টেস্টে এত ভালো পারফর্ম করেছে ৷ আইপিএল সহ ছয়মাস ধরে ও ক্রিকেট খেলছে ৷ বাড়ি ফিরলে ভাইয়ের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাব ৷"

পূজারা-সুন্দরদের নিয়ে গর্বিত পরিবার

আরও পড়ুন : "প্রয়াত বাবার স্বপ্ন পূরণ করেছে সিরাজ"

দেশের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারার বাবাও খুশি ছেলের পারফরম্যান্স নিয়ে ৷ তিনি বলেন, "এই জয় আমাদের কাছে ভীষণ স্পেশাল ৷ রাহানে এবং চেতেশ্বর সিরিজ়ে দারুণ খেলেছে ৷ একের পর এক পেসার এবং স্পিনাররা চোট পেয়েছেন ৷ আমরা অস্ট্রেলিয়াকে মানসিকভাবেও হারিয়েছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.