ETV Bharat / sports

IPL: স্মিথ, রাহুল, গেইলদের নেটে এবার বাংলার আকাশদীপ-সায়ন

author img

By

Published : Aug 12, 2020, 11:05 AM IST

IPL-এ নেট বোলার হিসেবে বাংলার দুই পেসার আকাশদীপ ও সায়ন ঘোষকে আমিরশাহী নিয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালস ও কিংস ইলেভেন পঞ্জাব ৷

স্মিথ, রাহুল, গেইলদের নেটে এবার বাংলার আকাশদীপ-সায়ন
স্মিথ, রাহুল, গেইলদের নেটে এবার বাংলার আকাশদীপ-সায়ন

কলকাতা, 12 অগাস্ট: এবার 13তম IPL-এর সঙ্গে জুড়ল বাংলার আরও দুই ক্রিকেটারের নাম ৷ নেট বোলার হিসেবে আরব আমিরশাহী যাওয়ার সুযোগ পেলেন আকাশদীপ ও সায়ন ঘোষ ৷ রাজস্থান রয়্যালসের হয়ে যাচ্ছেন আকাশদীপ ৷ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে মরুদেশে পাড়ি দেবেন সায়ন ঘোষ ৷

এমনিতে IPL শুরুর আগে স্থানীয় বোলারদের নিয়েই অনুশীলন চালানো হয় ৷ কিন্তু এবারের পরিস্থিতি আলাদা ৷ একে তো দেশের বাইরে হচ্ছে IPL ৷ তারপর সুরক্ষার বিষয়ও রয়েছে ৷ তাই দেশ থেকে 50 জন নেট বোলার উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজ়িগুলি ৷ একমাস ধরে চলবে অনুশীলন ৷ IPL শুরুর আগে তাদের ফিরিয়ে নিয়ে আসা হবে ৷ অগাস্টের তৃতীয় সপ্তাহেই নেট বোলারদের আমিরশাহী যাওয়ার কথা রয়েছে ৷ কলকাতা নাইট রাইডার্সও 10 জন নেট বোলার নিয়ে যাচ্ছে ৷ সেই তালিকায় বাংলার ক্রিকেটাররা যে নেই তা স্পষ্ট হয়ে গেছে ৷

রাজস্থান ও পঞ্জাব দুটি দলেরই টিমে রয়েছে দেশ-বিদেশের তাবড় ব্যাটসম্যান ৷ নেটে বিশ্বমানের ব্যাটসম্যানের বল করার সুযোগ এই দুই তরুণের কেরিয়ারের জন্য ফলদায়ক হবে ৷ মনে করছেন CAB সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তিনি বলেছেন, "দারুণ খবর ৷ এই ছেলেগুলো প্রতিভাবান ও এদের মধ্যে সম্ভাবনা প্রচুর ৷ IPL টিমের সঙ্গে 75 থেকে 80 দিন থাকা ওদের বোলিং স্কিলকে ধারালো করে তুলবে ৷ গত মরশুমে দুজনকেই খুব কাছ থেকে দেখেছি ৷ ওদের ভবিষ্যৎ উজ্জ্বল ৷" বাংলার দুই তরুণ ক্রিকেটারের উপর ফ্র্যাঞ্চাইজ়িগুলি আগ্রহ দেখানোয় খুশি CAB সভাপতি অভিষেক ডালমিয়াও ৷ দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি ৷

অধিনায়ক স্টিভ স্মিথ ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সান্নিধ্যে আসতে পারবেন, এটা ভেবেই খুশি গত মরশুমে রণজি ট্রফিতে অভিষেক হওয়া আকাশদীপ ৷ তাঁর কথায়, "বিশ্বমানের ব্যাটসম্যানদের বিরুদ্ধে বল করার সুযোগ পেয়ে আমি খুশি ৷ এই অভিজ্ঞতাকে আগামী মরশুমের ঘরোয়া টি-20 টুর্নামেন্টে কাজে লাগাতে পারব ৷" লোকেশ রাহুল ও ক্রিস গেইলদের নেটে বল করার সুযোগকে কেরিয়ারের সেরা সুযোগ বলেছেন সায়ন ঘোষ ৷ তিনি বলেছেন, "যে অভিজ্ঞতা আমি অর্জন করব বাংলার হয়ে তা কাজে লাগবে ৷"

চলতি বছরে কিংস ইলেভেন পঞ্জাব ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলবেন বাংলার আরও দুই তরুণ ইশান পোড়েল ও শাহবাজ আহমেদ ৷ তাছাড়া রয়েছেন ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি ও শ্রীবৎস গোস্বামী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.