ETV Bharat / sports

Brett Lee-Dale Steyn: সূর্য-উমরানের প্রশংসায় ভাসলেন দুই কিংবদন্তি

author img

By

Published : Oct 12, 2022, 11:05 PM IST

উমরান মালিকের (Umran Malik) গতির প্রশংসা প্রাক্তন অজি পেসার ব্রেট লি'র (Brett Lee) ৷ তবে, তাঁকে ভারতীয় দলে না-নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন লি ৷ অন্যদিকে, সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) দেখলে ডি’ভিলিয়ার্সের কথা মনে পড়ে ডেল স্টেইনের (Dale Steyn) ৷

Brett Lee and Dale Steyn Praise Umran Malik and Suryakumar Yadav
Brett Lee and Dale Steyn Praise Umran Malik and Suryakumar Yadav

কলকাতা, 12 অক্টোবর: একজন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার ৷ অন্য জন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান স্পিড স্টার তথা একবিংশ শতকের সেরা পেসারদের মধ্যে অন্যতম একজন ৷ প্রথমজন ব্রেট লি (Brett Lee) এবং দ্বিতীয় জন ডেল স্টেইন (Dale Steyn) ৷ এই দুই তারকার মুখে দুই ভারতীয় ক্রিকেটারের প্রশংসা ৷ যেখানে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করলেন ডেল স্টেইন ৷ অন্যদিকে, ভারতের উঠতি স্পিডস্টার উমরান মালিকের (Umran Malik) প্রশংসার সঙ্গে সঙ্গে, ভারতীয় দলে তাঁকে সামিল না-করা নিয়ে বোর্ডের সমালোচনা করলেন প্রাক্তন অজি পেসার ব্রেট লি ৷

এ দিন ভারতীয় বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের সমালোচনা করলেন ব্রেট লি ৷ বললেন, ‘‘উমরান মালিক 150 কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেন ৷ আমি বলতে চাইছি আপনার কাছে বিশ্বের সেরা গাড়িটা রয়েছে ৷ আর আপনি সেটাকে গ্যারেজে ঢুকিয়ে রেখে দিয়েছেন ৷ তাহলে, সেই গাড়িটা থাকার অর্থ কী ? উমরান মালিককে বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে রাখা উচিত ৷’’ একটি আন্তর্জাতিক সংবাদপত্রে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ব্রেট লি ৷

তবে, উমরানের যে অভিজ্ঞতা কম তাও স্বীকার করে নিয়েছেন ব্রেট ৷ তবে, ব্রেট লি’র নীতি, ‘লোহাকে যত পেটানো হবে, তত সেটি মজবুত হবে’ ৷ আর সেই নীতিই উমরানের ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে করেন ব্রেট লি ৷ তিনি বলেন, ‘‘হ্যাঁ, মানছি ও তরুণ, অনভিজ্ঞ ৷ কিন্তু, ও 150 কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারে ৷ তাই ওকে দলে নিতে হবে ৷ ওকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাও, যেখানে পিচে বল পড়ে উড়বে ৷ একজন 140 কিলোমিটার প্রতি ঘণ্টায় এবং একজন 150 কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বল করা বোলার বিস্তর ফারাক এনে দেয় ৷’’

আরও পড়ুন: টি-20 বিশ্বকাপে নেই দীপক চাহার, ভারতীয় দলে শামি-সিরাজ-শার্দূল!

অন্যদিকে, সূর্যকুমার যাদবের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন প্রোটিয়া পেসার ডেল স্টেইন ৷ সাম্প্রতিককালে তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ প্রোটিয়া পেসার ৷ অস্ট্রেলিয়ার মাঠে সূর্যকুমার যাদব সবচেয়ে বেশি সফল হবে বলে মনে করেন তিনি ৷ বলেন, ‘‘ও অলরাউন্ড প্লেয়ার ৷ আর অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশি সফল হবেন তিনি ৷ ওখানে উইকেট খুব ভালো এবং সেই পিচগুলি ব্যাটিং ফ্রেন্ডলি ৷ বোলার ফুল লেন্থ বল করলেও, আপনি বাইরে বেরিয়েও শট খেলতে পারবেন ৷ ও খুব সুন্দর একজন 360 ডিগ্রি ক্রিকেটার ৷ সূর্যকুমার যাদব আমাকে এবি ডি’ভিলিয়ার্সের কথা মনে করায় ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.