ETV Bharat / sports

Indian Squad for ICC WC 2023: রাহুলকে রেখেই বিশ্বকাপের দল ঘোষণা ভারতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 1:57 PM IST

Updated : Sep 5, 2023, 2:36 PM IST

Team India for ICC World Cup 2023: বিশ্বকাপের 15 জনের দল ঘোষণা করলেন অজিত আগরকর ৷ মুম্বই থেকে চূড়ান্ত দল ঘোষণা করলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ৷

Team India Squad for ICC WC ETV BHARAT
Team India Squad for ICC WC

মুম্বই, 5 সেপ্টেম্বর: আইসিসি ক্রিকেট বিশ্বকাপের 15 জনের দল ঘোষণা করল বিসিসিআই ৷ জাতীয় মুখ্য নির্বাচক অজিত আগরকর মুম্বইয়ে নির্বাচিত ক্রিকেটারদের নাম ঘোষণার কাজ করেছেন ৷ এশিয়া কাপের 17 জনের স্কোয়াড থেকে দু’জনকে বাদ দিয়ে টিমকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত করা হয়েছে ৷ বাদ গিয়েছেন, মিডল-অর্ডার ব্যাটার বাঁ-হাতি তিলক বর্মা এবং পেসার প্রসিদ্ধ কৃষ্ণা ৷

আগামী 5 অক্টোবর থেকে ভারতে শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ 2023 ৷ তার আগে শেষদিনে ভারতের 15 জনের প্রাথমিক দল ঘোষণা করল বিসিসিআই ৷ যেখানে দু’জন ক্রিকেটার বাদে এশিয়া কাপের দলেই সিলমোহর দিয়েছে অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি ৷ তবে, বিশ্বকাপে ভারতের এই স্কোয়াডে টপ-অর্ডারে কোনও বাঁ-হাতি ব্যাটার না থাকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ বিশেষত, যেখানে ঈশান কিষাণ এবং কেএল রাহুলকে উইকেট-কিপার ব্যাটার হিসেবে দলে রাখা হয়েছে ৷ ঈশান না খেললে ভারতের ব্যাটিং লাইন-আপে কোনও বাঁ-হাতি থাকবে না ৷ একমাত্র লোয়ার-অর্ডারে রবীন্দ্র জাদেজাকে বাদ দিয়ে ৷

রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয় ওপেনার হিসেবে প্রথম বাছাই শুভমন গিল হতে চলেছেন ৷ আজকের দল ঘোষণার পর তা একপ্রকার নিশ্চিত ৷ অন্যদিকে, কেএল রাহুল উইকেট-কিপার ব্যাটার হিসেবে প্রথম বাছাই হলে, ঈশান কিষাণ তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন ৷ সেক্ষেত্রে কারও চোট বা কৌশলগত বদল না-হলে বাঁ-হাতি ব্যাটারের ঘরের মাঠে বিশ্বকাপে প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: বৃষ্টিস্নাত ক্যান্ডিতে নেপাল ‘বধ’, সুপার ফোরে ফের ভারত-পাক মহারণ

মিডল-অর্ডারে 4 নম্বরে শ্রেয়সের সঙ্গে দ্বিতীয় অপশনে রয়েছেন সূর্যকুমার যাদব ৷ বাকি 5 নম্বরে হার্দিক পান্ডিয়া, 6 নম্বরে রবীন্দ্র জাদেজার জায়গা নিশ্চিত ৷ জাদেজার বিকল্প হিসেবে অক্ষর প্যাটেল বিশ্বকাপ দলে রয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ৷ আর ফুলটাইম স্পিনার হিসেবে একমাত্র বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব রয়েছেন ৷ স্বাভাবিকভাবেই বিশ্বকাপের দলে সুযোগ পেলেন না ডান-হাতি রিস্ট-স্পিনার যুজবেন্দ্র চহাল ৷ পেস বোলারদের তালিকায় রয়েছেন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং মহম্মদ শামি রয়েছেন ৷

বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, ইশান কিষাণ এবং সূর্যকুমার যাদব ৷

Last Updated : Sep 5, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.