ETV Bharat / sports

BCCI: বিরাট-রোহিতদের সমান ম্যাচ ফি পাবেন স্মৃতি-হরমনরাও

author img

By

Published : Oct 27, 2022, 1:25 PM IST

Updated : Oct 27, 2022, 3:01 PM IST

BCCI announces to pay equal match fee to men and women cricketer
BCCI: বিরাট-রোহিতদের সমান ম্যাচ ফি পাবেন স্মৃতি-হরমনরাও

ম্যাচ ফি (Match Fee) দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করতে চাইছে বিসিসিআই (BCCI) ৷ এবার মহিলা ক্রিকেটরাও পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন ৷ বৃহস্পতিবার জানিয়েছেন বোর্ডের সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah) ৷

মুম্বই, 27 অক্টোবর: ম্যাচ ফি (Match Fee) দেওয়ার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য (Gender Discrimination) দূর করার পথে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) ৷ এবার থেকে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবেন মহিলা ক্রিকেটাররাও ৷ বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন বিসিসিআই-এর সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah) ৷

তিনি এদিন এই নিয়ে একটি টুইট করেন ৷ সেখানে লেখেন, বৈষম্য দূরীকরণের পথে পদক্ষেপ করছে বিসিসিআই ৷ এবার পে ইকুইটি পলিসি (সমান টাকা দেওয়ার নীতি) প্রয়োগ করছেন তাঁরা ৷ বোর্ডের সঙ্গে যে সমস্ত মহিলা ক্রিকেটারদের চুক্তি রয়েছে, তাঁরা এবার পুরুষ ক্রিকেটারদের সমান অর্থ পাবেন ৷ বোর্ডের এই সিদ্ধান্তকে জয় শাহ ক্রিকেটে লিঙ্গসাম্যের (Gender Equality in Cricket) নতুন যুগ হিসেবেই বর্ণনা করেছেন ৷

এবার থেকে মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি কত হবে, সেটাও অন্য একটি টুইটে উল্লেখ করেছেন জয় শাহ ৷ তিনি জানিয়েছেন পুরুষদের মতোই মহিলা ক্রিকেটাররাও টেস্ট পিছু 15 লক্ষ টাকা, একদিনের ম্যাচ পিছু 6 লক্ষ টাকা ও টি-20 ম্যাচ পিছু 3 লক্ষ টাকা করে পাবেন ৷

  • The @BCCIWomen cricketers will be paid the same match fee as their male counterparts. Test (INR 15 lakhs), ODI (INR 6 lakhs), T20I (INR 3 lakhs). Pay equity was my commitment to our women cricketers and I thank the Apex Council for their support. Jai Hind 🇮🇳

    — Jay Shah (@JayShah) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারত দ্বিতীয় হিসেবে এই নীতি প্রয়োগ করল ৷ এর আগে নিউজিল্যান্ড (New Zealand) এই নীতি নিয়েছিল ৷ চলতি বছরের 5 জুলাই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (NZC) ঘোষণা করে যে তারা খেলোয়াড়দের সংগঠনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করছে৷ যেখানে পুরুষ ও মহিলা ক্রিকেটাররা সমান ম্যাচ ফি পাবেন ৷ গত 1 অগস্ট থেকে নিউজিল্যান্ডে এই নিয়ম চালু হয়েছে ৷

এবার ভারতীয় ক্রিকেট বোর্ডও সেই পথে হাঁটল ৷ ফলে অন্য দেশগুলিকেও হয়তো একই সিদ্ধান্ত নিতে দেখা যাবে অদূর ভবিষ্যতে ৷

এদিকে জয় শাহর এই ঘোষণা পর খুশির হাওয়া বিভিন্ন মহলে ৷ টুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার মিতালি রাজ (Mithali Raj) ৷ টুইটারে তিনি এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন ৷ তিনি এই জন্য জয় শাহ ও বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ৷

  • This is a historic decision for women’s cricket in India! The pay equity policy along with the WIPL next year, we are ushering into a new era for women's cricket in India. Thank you @JayShah Sir & the @BCCI for making this happen. Really happy today. https://t.co/xOwWAwsxfz

    — Mithali Raj (@M_Raj03) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বোর্ডের প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur) এই নিয়ে টুইট করেছেন ৷ তিনিও এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে জানিয়েছেন ৷

  • The pay equity policy announced by @BCCI is a landmark step in the right direction with an emphasis on gender equality.

    It ushers in a new era for 🇮🇳 @BCCIWomen’s cricket and will encourage budding talent towards the game! pic.twitter.com/2IOJAkimLU

    — Anurag Thakur (@ianuragthakur) October 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : লঙ্কা 'বধ' করে সপ্তমবার এশিয়া কাপ ঘরে তুলল 'উইমেন ইন ব্লু'

Last Updated :Oct 27, 2022, 3:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.