ETV Bharat / sports

IND vs SA ODI Series: প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের নেতা ধাওয়ানই, দলে ডাক পেলেন বঙ্গ পেসার

author img

By

Published : Oct 2, 2022, 9:18 PM IST

IND vs SA ODI Series
প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের নেতা ধাওয়ানই

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI announced ODI squad against South Africa) ৷ তাতে দেখা যাচ্ছে আসন্ন ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার ৷

মুম্বই, 2 অক্টোবর: প্রথম দল অন্য কোথাও সিরিজ খেলতে ব্যস্ত থাকলে সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলের বি-টিমকে ইদানিং নেতৃত্ব প্রদান করছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজেও তার অন্যথা হল না ৷ চলতি টি-20 সিরিজ শেষ হলে সিনিয়র দল যখন অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ (T20 WC) খেলতে যাবে, তখন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে বি-টিম ৷ আর সেই দলকে নেতৃত্ব দেবেন ধাওয়ানই ৷

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য 16 সদস্যের দলঘোষণা করল বিসিসিআই (BCCI announced ODI squad against South Africa) ৷ তাতে দেখা যাচ্ছে, আসন্ন ওডিআই সিরিজে শিখর ধাওয়ানের ডেপুটি হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার ৷ যিনি আবার টি-20 বিশ্বকাপ স্কোয়াডে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন ৷ সিনিয়রদের অনুপস্থিতিতে প্রোটিয়াদের বিরুদ্ধে জাতীয় দলে প্রথমবার ডাক পেলেন রজত পাতিদার (Rajat Patidar) এবং বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar) ৷ তবে ঘোষিত দলে এমন অনেকে রয়েছেন যাঁদের নাম আবার বিশ্বকাপের স্কোয়াডেও রয়েছে ৷

তাই শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই এবং দীপক চাহার সিরিজ শেষ হলে দ্রুত সিনিয়র দলে যোগ দেবেন তাঁরা ৷ উল্লেখ্য, এই তিন ক্রিকেটারই বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন স্ট্যান্ডবাই হিসেবে ৷ যদিও সবকিছু ছাপিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য পাতিদার এবং মুকেশের জাতীয় দলে মেডেন কল-আপ ৷

আরও পড়ুন: গুয়াহাটিতে সর্পবিভ্রাট ! মাঠে সাপ ঢুকে সাময়িক বন্ধ ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-20

গত আইপিএলে আরসিবি-র হয়ে ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা পাতিদার ফাইনালে শতরান করে রঞ্জি জিতিয়েছেন মধ্যপ্রদেশকে ৷ সবমিলিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া ক্রিকেটে, সেরা ফর্মে বিরাজ করা পাতিদারের জাতীয় দলে ডাক যথার্থই বটে ৷ অন্যদিকে 2021-22 রঞ্জি মরশুমে যুগ্মভাবে সর্বাধিক উইকেট শিকারী বাংলার পেসার মুকেশ কুমার সম্প্রতি ভারতীয়-এ দলের হয়ে অভিষেকেও নজর কেড়েছেন ভালোই ৷

একনজরে ভারতীয় স্কোয়াড: ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়স (সহ-অধিনায়ক), রুতুরাজ, শুভমন, পাতিদার, ত্রিপাঠী, ঈশান (উইকেটরক্ষক), সঞ্জু (স্যামসন), শাহবাজ, শার্দূল, কুলদীপ, বিষ্ণোই, মুকেশ, আবেশ, সিরাজ, চাহার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.