ETV Bharat / sports

হাড্ডাহাডি ম্যাচে হরমনদের হারিয়ে একদিনের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 9:25 PM IST

Indiaw vs Australiaw 1st ODI: সিরিজের প্রথম একদিনের ম্যাচে হেরে 1-0 ব্যাবধানে পিছিয়ে পড়লেন হরমনপ্রীত কৌররা ৷ প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে 6 উইকেটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া ৷

Australia Women Beat India by 6 wickets
হারমনদের হারিয়ে একদিনের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ওয়াংখেড়ে, 28 ডিসেম্বর: পদবিটা এক ৷ এক ম্যাকগ্রা ব্যাটারদের দুঃস্বপ্নের হয়ে উঠেছিলেন আর আজ আরেক ম্যাকগ্রা ব্যাট হাতে জয় ছিনিয়ে নিয়ে গেলেন হরমনপ্রীত কৌরদের হাত থেকে ৷ মুম্বইয়ে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 6 উইকেটে হারল ভারতীয় মহিলা দল ৷ টেস্ট সিরিজে এই অস্ট্রেলিয়াকেই নাস্তানাবুদ করেছিলেন রিচা ঘোষ, জেমাইমা রড্রিগেজরা ৷ কিন্তু প্রথম একদিনের ম্যাচে খেলাটা ঘুরে গেল অস্ট্রেলিয়ার পক্ষে ৷ যদিও প্রথমে ব্যাট করে শুক্রবার বেশ লড়াকু স্কোরই বোর্ডে তুলেছিলেন স্বস্তিকা ভাটিয়া, জেমাইমা এবং পূজা ভস্ত্রাকররা ৷

প্রথমে ব্যাট করে জেমাইমার মারকুটে 82, পূজার 62 এবং স্বস্তিকার 49 রানের সৌজন্যে 8 উইকট খুইয়ে 282 রান তোলে ভারতীয় দল ৷ স্কোরটা যথেষ্ট লড়াকু ছিল ৷ তবে বল হাতে তা আটকাতে পারেননি রেনুকা ঠাকুর সিং বা দীপ্তি শর্মারা ৷ অ্যালিসা হিলি যদিও সাজঘরে ফেরেন খাতা খোলার আগেই কিন্তু ফোবে লিচফিল্ড, ইলিসি পেরি এবং তাহিলা ম্যাকগ্রার অর্ধশতরানের হ্যাটট্রিকের জেরে সহজ জয় পায় অস্ট্রেলিয়া ৷ 3.3 ওভার বাকি জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেন অজি ব্যাটাররা ৷

অজিদের হয়ে প্রথম অর্ধ-শতরানটি করেন পেরি ৷ তিনি করেন 72 বলে 75 রান ৷ ইনিংস সাজান 9টি চার ও 2টি ছয় দিয়ে ৷ লিচফিল্ডের 89 বলে 8টি চার ও 1টি ছয়ের সাহায্যে তৈরি 78 রানের ইনিংসও ছিল ভীষণ গুরুত্বপূর্ণ ৷ তাঁরা দু'জনেই গড়েন 148 রানের পার্টনারশিপ ৷ অর্ধশতরানের কাছে এসে আউট হন বেথ মুনিও ৷ তাঁর ব্যাট থেকে আসে 42 রান ৷

তবে অস্ট্রেলিয়াকে প্রয়োজনীয় ফিনিশিং টাচ দেন ম্যাকগ্রা ৷ মাত্র 55 বলে 11টি চারের সাহায্যে তিনি করে যান 68 রান ৷ তাঁর এই মারকুটে ইনিংসের সৌজন্যেই সহজ জয় পেল অস্ট্রেলিয়া ৷ বোলিংয়ে এদিন ভারতকে যথেষ্ট দিশেহারা লেগেছে ৷ উইকেট তুলতে 7জন বোলারকে ব্যবহার করেন হারমনপ্রীত ৷ হাত ঘোরান নিজেও ৷ কিন্তু রানের গতি রুখতে ব্যর্থ সকলেই ৷ একটি করে উইকেট পান স্নেহ রানা, পুজা, রেনুকা এবং দীপ্তিরা ৷

আরও পড়ুন:

  1. ট্র্যাজিক নায়ক কোহলি, সেঞ্চুরিয়নে লজ্জার হারে সিরিজ জয় অধরা ভারতের
  2. এলগারের তৈরি ক্ষতে নুনের ছিটে জানসেনের, রোহিতদের থেকে 163 রানে এগিয়ে প্রোটিয়ারা
  3. পালটা শতরান এলগারের, বুমরা-সিরাজদের নাস্তানাবুদ করে সেঞ্চুরিয়নে চালকের আসনে প্রোটিয়ারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.