ETV Bharat / sports

Hardik Pandya: অধিনায়ক হিসেবে সাফল্যের কৃতিত্ব কাকে দিলেন হার্দিক ?

author img

By

Published : Jan 8, 2023, 6:53 PM IST

Hardik Pandya ETV BHARAT
Hardik Pandya

অধিনায়ক হিসেবে তাঁর সাফল্যের পিছনে একমাত্র ব্যক্তি গুজরাত টাইটান্স কোচ আশিস নেহরা (Ashish Nehra Made Big Difference in His Captaincy) ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে 2-1 টি-20 সিরিজ জিতে এমনটাই জানালেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ৷

রাজকোট, 8 জানুয়ারি: আইপিএল-এ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)-র এক নতুন রূপ দেখা গিয়েছিল ৷ গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে টি-20 ক্রিকেটে নিজেকে নতুনভাবে তুলে ধরেছিলেন ভারতীয় অলরাউন্ডার ৷ এবার ভারতের টি-20 দলের অধিনায়ক তিনি ৷ আর অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই লেটার মার্কস নিয়ে পাশ করেছেন ৷ তাঁর এই সাফল্যের জন্য পুরো কৃতিত্বটাই গুজরাত টাইটন্স (Gujarat Titans) কোচ আশিস নেহরার (Ashish Nehra Made Big Difference in His Captaincy) বলে জানালেন হার্দিক ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ জিতে অধিনায়ক হার্দিক জানালেন, তাঁর এই সাফল্য এবং নতুন অবতারের পুরো ক্রেডিটটাই আশিস নেহরার ৷ প্রাক্তন বাঁ হাতি পেসারের জন্যই হার্দিকের অধিনায়কত্বের এই ধার ৷ তিনি বলেন, "গুজরাতের দৃষ্টিকোণ থেকে যা খুবই গুরুত্বপূর্ণ তা হল, আমি কোন ধরনের কোচের সঙ্গে কাজ করেছি ৷ আশিস নেহরা আমার জীবনে অনেক বড় পরিবর্তন এনেছে ৷ আর সেটা শুধুমাত্র আমাদের মানসিকতার জন্য হয়েছে ৷ হতে পারে আমরা দু’জন সম্পূর্ণ আলাদা ব্যক্তিত্ব ৷ কিন্তু, ক্রিকেট নিয়ে আমাদের ভাবনাচিন্তা অনেকটাই এক ৷"

উল্লেখ্য, শিরদাঁড়ার চোট এবং তার জন্য অস্ত্রোপচারের পর দীর্ঘ সময়ের রিহ্যাবে থাকতে হয়েছে তাঁকে । এরপর এক অন্য হার্দিক পান্ডিয়াকে পেয়েছে ভারতীয় ক্রিকেট ৷ আইপিএল বিশ্বে নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্স অনভিজ্ঞ হার্দিকের উপরে বাজি ধরেছিল ৷ তার আগে শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজে অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ গুজরাত টাইটান্সের সেই সিদ্ধান্তের অনেকে সমালোচনাও করেছিল ৷ কিন্তু, সেই সকল সমালোচকদের ভুল প্রমাণ করেছিলেন অধিনায়ক হার্দিক ৷ সৌজন্যে ছিল তাঁর অসাধারণ নেতৃত্ব এবং নিজের পারফর্মেন্স ৷

আরও পড়ুন: ‘সূর্য’র তাপে বিস্মিত ক্রিকেট-বিশ্ব

আর এই পরিবর্তন ও সাফল্যের জন্য গুজরাত টাইটান্সের কোচ আশিস নেহরাকে কৃতিত্ব দিয়েছেন হার্দিক ৷ তিনি বলেন, "আমি ওর সঙ্গে থাকার ফলে, আমার অধিনায়ক সত্ত্বা একটা আলাদা মর্যাদা পেয়েছে ৷ আমি যা চেয়েছি, সেটা আমাকে পেতে সাহায্য করেছে বিষয়টি ৷ আর সেটা শুধুমাত্র একটা আশ্বাস পাওয়ার বিষয় ছিল ৷ একবার সেই আশ্বাস পেতেই, বাকিটা আমি নিজে করতে পেরেছি ৷" প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেটের অলিন্দে এমনও শোনা যাচ্ছে, আগামী দিনে হার্দিক পান্ডিয়াকেই জাতীয় দলের সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়ক হিসেবে ভাবছে বিসিসিআই ৷ আর তার প্রক্রিয়া এখন থেকেই শুরু করে দিয়েছে ভারতীয় বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.