ETV Bharat / sports

Eden Gardens : কুড়ি মাস পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে নন্দনকাননে

author img

By

Published : Sep 20, 2021, 9:58 PM IST

20 মাস পরে ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ ক্রিকেটের নন্দনকাননে শেষ আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল 2019 সালে। ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট ইডেনে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভারত।

Eden Gardens
আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে ক্রিকেটের নন্দনকাননে

মুম্বই, 20 সেপ্টেম্বর : করোনাকালে থমকে গিয়েছিল বাইশ গজ ৷ তবে মারণ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে স্বাভাবিকের পথে হাঁটছে বাইশ গজ ৷ গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলেছে কোহলি অ্যান্ড কোং ৷ কিন্তু তারপরই করোনার দ্বিতীয় ঢেউয়ে স্থগিত হয়েছে আইপিএল ৷ ফের ভারতের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ প্রায় দু'বছর পর ইডেন গার্ডেন্স পাচ্ছে আন্তর্জাতিক ম্যাচ ৷

সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তথা বিসিসিআই-এর তরফে আসন্ন আন্তর্জাতিক সূচি প্রকাশ করা হয়েছে ৷ যাতে চলতি নভেম্বরে ইডেন গার্ডেন্সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 এবং আগামী বছর ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে খেলবে ভারত ৷ অর্থাৎ 20 মাস পরে ইডেনে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৷ ক্রিকেটের নন্দনকাননে শেষ আন্তর্জাতিক ম্যাচটি হয়েছিল 2019 সালে। ঐতিহাসিক পিঙ্ক বল টেস্ট ইডেনে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল ভারত।

আরও পড়ুন: নাইটদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাটিং বিরাটদের

আসন্ন মরসুমে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজগুলি খেলবে ৷ এদিন তার সূচি প্রকাশ করে বিসিসিআই ৷ 17 নভেম্বর জয়পুরে কিউয়িদের বিরুদ্ধে টি-20 ম্যাচ দিতে সিরিজ শুরু করেছে টিম ইন্ডিয়া ৷ তবে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচটি হবে 21 নভেম্বর, কলকাতায় ৷ তারপর আগামী বছরের শুরুতেই ক্রিকেটের নন্দনকাননে ফের হবে আন্তর্জাতিক ম্যাচ ৷ 12 ফেব্রুয়ারি ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে খেলবে ভারত।

ভারত-নিউজিল্যান্ড (2021)

17 নভেম্বর : প্রথম টি-টোয়েন্টি, জয়পুর

19 নভেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, রাঁচি

21 নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, কলকাতা

25-29 নভেম্বর : প্রথম টেস্ট, কানপুর

3-7 ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, মুম্বই

ভারত-ওয়েস্ট ইন্ডিজ (2022)

6 ফেব্রুয়ারি, প্রথম ওয়ান ডে, আমেদাবাদ

9 ফেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ান ডে, জয়পুর

12 ফেব্রুয়ারি, তৃতীয় ওয়ান ডে, কলকাতা

15 ফেব্রুয়ারি, প্রথম টি-20, কটক

18 ফেব্রুয়ারি, দ্বিতীয় টি-20, ভাইজাগ

20 ফেব্রুয়ারি, তৃতীয় টি-20, ত্রিবান্দ্রম

ভারত- শ্রীলঙ্কা (2022)

25 ফেব্রুয়ারি - 1 মার্চ, প্রথম টেস্ট, বেঙ্গালুরু

5- 9 মার্চ, দ্বিতীয় টেস্ট, মোহালি

13 মার্চ, প্রথম টি-20, মোহালি

15 মার্চ, দ্বিতীয় টি-20, ধরমশালা

18 মার্চ, তৃতীয় টি-20 লখনউ

ভারত-দক্ষিণ আফ্রিকা (2022)

9 জুন, প্রথম টি-20, চেন্নাই

১২ জুন, দ্বিতীয় টি-20, বেঙ্গালুরু

14 জুন, তৃতীয় টি-20, নাগপুর

17 জুন, চতুর্থ টি-20, রাজকোট

19 জুন, পঞ্চম টি-20, দিল্লি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.