ETV Bharat / sports

Cricket : বিশ্বকাপজয়ী ক্রিকেটার এখন সবজি বিক্রেতা, টোকিয়োর আলোর পাশে অন্ধকারের ছবি

author img

By

Published : Aug 9, 2021, 3:46 PM IST

2018-blind-cricket-world-cup-winning-team-member-works-as-labourer-in-gujarats-navsari
Cricket : বিশ্বকাপজয়ী ক্রিকেটার এখন সবজি বিক্রেতা, টোকিয়োর আলোর পাশে অন্ধকারের ছবি

একদিকে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে টোকিয়ো অলিম্পিকসে সাফল্যের আলো ৷ অন্যদিকে অন্ধকারে ভারতের এক বিশ্বকাপজয়ী ক্রিকেটার ৷ লকডাউনে আর্থিক সমস্যার মধ্যে পড়ে তিনি এখন সবজি বিক্রেতা ৷

নভসারি (গুজরাত), 9 অগস্ট : টোকিয়ো অলিম্পিকসে (Tokyo Olympics 2020) নীরজ চোপড়ার সোনা থেকে রবি-লাভলিনাদের রুপো-ব্রোঞ্জ নিয়ে উচ্ছ্বসিত গোটা দেশ ৷ পুরস্কারের ছড়াছড়ি পড়ে গিয়েছে দেশের বিভিন্ন মহল থেকে ৷ ঠিক সেই সময়ই ক্রীড়াক্ষেত্রের এক অন্ধকার ছবি সামনে চলে এল ৷ কয়েক বছর আগেও দেশের এক সফল ক্রীড়াবিদ এখন সবজি বিক্রি করছেন, দিনমজুরি করছেন সংসার চালানোর জন্য ৷

ভারতে যে খেলাকে নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি হয়, সেই ক্রিকেট (Cricket) খেলতেন তিনি ৷ এমনকী দেশকে বিশ্বকাপও এনে দিয়েছেন ৷ স্বাভাবিকভাবেই এই খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন মহল থেকে ৷ কারণ, দেশের ধনী খেলোয়াড়দের অধিকাংশই ক্রিকেটার (Cricketer) ৷

আরও পড়ুন : Cricket at Olympics : অলিম্পিকসে ক্রিকেট ? ভারতীয় দল প্রস্তত, জানিয়ে দিলেন জয় শাহ

গুজরাতের নভসারির বাসিন্দা নরেশ তুম্বা নামের এই খেলোয়াড় অবশ্য ভারতের ব্লাইন্ড ক্রিকেট দলের (Indian Blind Cricket Team) সদস্য ৷ 2018 সালের ব্লাইন্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ (Blind Cricket World Cup) জয়ী দলে ছিলেন তিনি ৷ দুবাইয়ে হওয়া সেই বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধেও খেলেছেন এই দৃষ্টিহীন ক্রিকেটার (Blind Cricketer) ৷

2018-blind-cricket-world-cup-winning-team-member-works-as-labourer-in-gujarats-navsari
দৃষ্টিহীন ক্রিকেটার নরেশ তুম্বা

কিন্তু 2020-তে শুরু হওয়া করোনা অতিমারি (Covdi Pandemic) তাঁর জীবনের পরিস্থিতি বদলে দিয়েছে ৷ লকডাউনে (Lockdown) খেলা ছেড়ে তিনি এখন সবজি ব্যবসায়ী ৷ সঙ্গে দিনমজুরিও করেন ৷ যা থেকে তাঁর আয় দৈনিক আড়াইশো টাকা ৷ তবে বিশ্বকাপ জয়ের পর পরিস্থিতি একেবারেই অন্যরকম ছিল বলে জানালেন নরেশ ৷

আরও পড়ুন : Neeraj Chopra Biopic : এখনও অনেক কাহিনী যোগ হওয়া বাকি, বলছেন নীরজ

তাঁর কথায়, ‘‘যখন আমরা বিশ্বকাপ দিতে দিল্লিতে ফিরলাম, তখন সবাই প্রশংসা করলেন ৷ আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের (Ramnath Kovind) সঙ্গে দেখা করলাম ৷ তখন ভেবেছিলাম এবার একটা চাকরি পেয়ে যাব ৷’’ কিন্তু তাঁর সেই আশা পূরণ হয়নি ৷ নরেশের দাবি, পরিবারের দেখভাল করার জন্য তিনি গুজরাতের (Gujarat) মুখ্যমন্ত্রীর কাছে চাকরির আবেদন করেছিলেন ৷ একবার নয়, তিনবার তিনি ওই আবেদন করেছিলেন ৷ কিন্তু এখনও তাঁকে কোনও সরকারি চাকরি দেওয়া হয়নি ৷ এমনকী, তিনি চাকরির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছেও আবেদন করেছেন ৷

তাঁর এই করুণ পরিস্থিতি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে এই খবর ৷ অনেকেই এই নিয়ে সরকারের সমালোচনায় সরব হয়েছেন ৷ দেশকে সম্মান এনে দেওয়া এই ক্রীড়াবিদ কেন নিজের প্রাপ্য সম্মান পাবেন না, সেই প্রশ্ন তুলেছেন অনেকে ৷

আরও পড়ুন : Tokyo Olympics : বোন আর নেই ! দেশে ফিরেই দুঃসংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অ্যাথলিট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.