ETV Bharat / sports

জাতীয় সংগীত শুনে নিজেকে সামলাতে পারিনি, দেশে ফিরে বললেন সিন্ধু

author img

By

Published : Aug 27, 2019, 12:59 PM IST

জাতীয় সংগীত শুনে নিজেকে সামলাতে পারিনি, দেশে ফিরে বললেন সিন্ধু

প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে দেশে ফিরতেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বহু সাধারণ মানুষ ।

দিল্লি, 27 অগাস্ট : বিশ্ব জয় করে আজ ভোরে দেশে ফিরলেন ব্যাডমিন্টন কুইন পি ভি সিন্ধু । প্রথম ভারতীয় হিসাবে ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ে দেশে ফিরতেই তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন বহু সাধারণ মানুষ । বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি ভি সিন্ধু বলেন, "ভারতীয় হওয়ায় গর্ববোধ করছি । বিশ্বচ্যম্পিয়ন হওয়ার পর জাতীয় সংগীত শুনতে শুনতে যখন ভারতীয় পতাকাকে সবার উপরে উঠতে দেখেছিলাম, তখন আমি কেঁদে ফেলি ।"

25 অগাস্ট বাসেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে জাপানের নজ়োমি অকুহারাকে স্ট্রেট সেটে হারান ভারতীয় শাটলার পি ভি সিন্ধু । এরপর থেকেই দেশজুড়ে শুরু হয় সিন্ধু জয়ের আনন্দে মাতামাতি । সেই দৃশ্যই ধরা পরে আজ বিমানবন্দরে ।

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পি ভি সিন্ধু যা বললেন

দেশে এসেই দেশবাসীকে আরও পদক উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন সিন্ধু । বিমানবন্দরে সিন্ধু বলেন, "আমি দেশের জন্য আরও পদক জেতার আপ্রাণ চেষ্টা করব । আমি আমার সকল সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই । আজ তাঁদের সমর্থন ও আশীর্বাদের ফলেই এখানে পৌঁছেছি ।"

সিন্ধুকে সামনাসামনি অভিনন্দন জানাতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী । সিন্ধুকে অভিনন্দন জানাতে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুর
সিন্ধুকে সামনাসামনি অভিনন্দন জানাতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী, উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুর ।

এদিকে G-7-এর বৈঠকে ব্যস্ত থাকা সত্ত্বেও সিন্ধুর বিশ্বজয়ের পরমুহূর্তেই টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবার দু'জনেই দেশে ফিরেছেন । সিন্ধুকে সামনাসামনি অভিনন্দন জানাতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী । সিন্ধুকে অভিনন্দন জানাতে উপস্থিত থাকার কথা কেন্দ্রীয় যুব ও ক্রীড়া মন্ত্রী কিরেন রিজিজুর ।

Aligarh (UP), Aug 27 (ANI): Uttar Pradesh government had set up 'smart dustbins' under PM Modi's 'Smart Cities Mission' to make Aligarh, a smart city. Smart dustbins worth lakhs were set up almost a year ago. Administration didn't pay attention to these dustbins and hence, couldn't fulfill its motive. One of the locals said, "Govt had set up around 5 smart dustbins worth lakhs almost a year ago. These dustbins were underground and hence, no one could see garbage on streets. But even after a year, these dustbins couldn't establish their usage. No one is taking care of the garbage. We want to say if Aligarh is becoming smart city then they should work accordingly so that public can sigh in relief."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.