ETV Bharat / sports

টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে সিন্ধু

author img

By

Published : Aug 24, 2019, 4:32 PM IST

পি ভি সিন্ধু

প্রতিপক্ষকে স্ট্রেট সেটে উড়িয়ে ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু ৷ আগামীকাল ফাইনালে নামবেন ভারতীয় তারকা ৷

বাসেল, 25 অগাস্ট : টানা তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন পি ভি সিন্ধু ৷ আজ সেমিফাইনালে চতুর্থ বাছাই চেন ইউকে স্ট্রেট সেটে উড়িয়ে দেন ৷ খেলার ফল 21-7, 21-14 ৷

সেমিফাইনালের শুরু থেকেই দাপট দেখাতে থাকেন সিন্ধু ৷ ম্যাচ যত এগোতে থাকে তত জাঁকিয়ে বসতে থাকেন ভারতের ব্যাডমিন্টন কুইন ৷ প্রথম গেমের মাঝপথে 11-3 ব্যবধানে এগিয়ে ছিলেন সিন্ধু ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে ৷ 21-7 ব্যবধানে প্রথম গেম জেতেন সিন্ধু ৷

PV Sindhu
প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতে দেননি সিন্ধু

দ্বিতীয় গেমের শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন চেন ৷ হাড্ডাহাড্ডি লড়াই হয় ৷ এক সময় 6-5 ব্যবধানে এগিয়ে ছিলেন ভারতীয় তারকা ৷ মাঝপথে 11-7 পয়েন্টে এগিয়ে ছিলেন ৷ এরপর সিন্ধুকে আর আটকাতে পারেননি চেন ৷ শেষপর্যন্ত 21-14 ব্যবধানে দ্বিতীয় গেম জিতে ফাইনালে ওঠেন হায়দরাবাদি মেয়ে ৷

এই নিয়ে টানা তিনবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন সিন্ধু ৷ কিন্তু, গত দু'বার রুপোতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে ৷ সেই রেশ পাওয়া যায় সিন্ধুর গলাতেও ৷ তাই প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালে উঠলেও সন্তুষ্ট নন তিনি ৷ বিশ্বচ্যাম্পিয়নশিপের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি খুশি হলেও সন্তুষ্ট নয় ৷ আরও একটা ম্যাচ বাকি ৷ আমি সোনা চাই ৷ কিন্তু, এটা সহজ নয় ৷ আমি নিজের উপর ফোকাস রাখতে চাই ৷ আগামীকাল ফিরে এসে নিজের সেরাটা উজাড় করে দিতে চাই ৷"

তৃতীয়বারে কি সোনা জিততে পারবেন সিন্ধু? সে দিকেই নজর দেশবাসীর ৷

Onboard, Aug 24 (ANI): Congress leader Rahul Gandhi along with other opposition leaders boarded flight to Srinagar on August 24. Politicos are visiting J-K after abrogation of Article 370 to take stock of situation. NCP's Majeed Menon, CPI (M) leader D Raja accompanied Rahul Gandhi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.